ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে মাহিন্দ্র – বাস সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালক কে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। আটককৃত হলেন ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার পুত্র রবিউল মিয়া (২৫)।
রবিবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান।
পুলিশ সূত্রে জানাযায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত বাস মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৫ জন নিহত হন। পরবর্তীতে হাইওয়ের পুলিশ ঐ অজ্ঞাত বাস কে শনাক্ত করতে সক্ষম হয়। এর পর থেকে বাস চালক গা ঢাকা দেয়। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিজস্ব সোর্স এর মাধ্যমে মোড়ল পরিবহনের ঐ বাস চালক মো. রবিউল মিয়া (২৫) কে শনাক্ত করতে সক্ষম হয়। এবং তার নানা বাড়ি ঝালুকাঠি জেলার নলছিটি থেকে গতকাল রাত অনুমান ১১ টার সময় আটক করে।
উল্লেখ্য এই মর্মান্তিকসড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ নিহত হন।
এই বিষয়ের ভাঙ্গা হাইওয়ের থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, গত ৪ জনু ঢাকা বরিশাল মহাসড়কের বাবনাতলা নামক স্থানে মোড়ল এক্সপ্রেস এর সাথে মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে ১ জন নিহত হন। এই ঘটনায় ১ জন অভিযুক্ত আসামী রবিউল ইসলাম কে সোর্স, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঝালুককঠির নলছিটি তার নানা বাড়ি থেকে আটক করতে সক্ষম হই। আজ ফরিদপুরের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.