ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ৩দিন আগে দুই কলেজ ছাত্রের লুণ্ঠিত মোটরসাইকেল সহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (২৫জুন) বিকেলে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে ডাকাতের ঘটনার দায় স্বীকার করেন। পরে তাদেরকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২৪জুন) দিবাগত রাতে ১২টার সময় ভাঙ্গা ও শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবচর থেক ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল (৩০) নামের এক ডাকাতকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে ঐরাতেই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর থেকে আকরাম শেখ(৩০) নামের আরেক ডাকাতকে গ্রেফতার করে।
এ সময় ডাকাতদের নিকট থেকে লুন্ঠিত হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডলের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানার নুনুজ গ্রামের বাসিন্দা ও আরেকজন আকরাম শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ইহাট গ্রামের বাসিন্দা।
এ ঘটনার বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ৩দিন আগে ঢাকা থেকে ঘুরতে আসা দুই কলেজ ছাত্রের নিকট থেকে লুণ্ঠিত মোটরসাইকেল সহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তারা ফরিদপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করে ডাকাতি করার ঘটনার দায় স্বীকার করেছেন। অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২১ শে জুন রাতে ফরিদপুরের চন্দ্রপাড়া থেকে বন্ধুর বাড়িতে বেড়ানো শেষে ঢাকায় ফিরছিলেন ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র মেহেদী হাসান ও সাগর। রাতে ঢাকা ফেরার পথে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা নামক স্থানে আঞ্চলিক সড়কে ডাকাতের কবলে পড়েন তারা ।
ডাকাতরা তাদেরকে মারধর করে হোন্ডা, নগদ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে রবিবার(২২ জুুন) ভোররাতে কৌশলে পালিয়ে তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।
এঘটনায় ঐদিন কলেজ ছাত্র মেহেদী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.