সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গাঁজাবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ জুন) ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় এসব অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
ময়মনসিংহ ডিবি ওসি মো. মফিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালাচ্ছে ডিবি। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই মো. তোয়াবুল ইসলাম খান ও তার সঙ্গীয় ফোর্স গৌরীপুর উপজেলার বারুয়ামারী এলাকায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে সিমেন্টের স্ল্যাবে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুই মাদক কারবারি প্রশান্ত চন্দ্র দেব ও কার্তিক মোহালীকে গ্রেফতার করা হয়।
এদিকে ডিবির এসআই পিন্টু কুমার রায় ও তার দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা খামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তারা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ভাটিভাগড়া এলাকার মো. ইব্রাহীম খলিল এবং রুদ্রগ্রামের মো. ফয়জুর রহমান।
ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের মাধ্যমে অভিনব কৌশলে মাদক পাচার করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.