ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকায় মঙ্গলবার (১ জুলাই) সকালে এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। ডিভোর্সি স্ত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত গৃহবধূ রওশন আক্তার (৪২) নেত্রকোনার রাজুর বাজার এলাকার বাসিন্দা এবং ঘাতক রাকিবুল করিম রাকিব (৫০) ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার বাসিন্দা। রাকিব দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে এসেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রাকিব কাজের মেয়ে সেজে বোরকা পরে নগরীর গুলকিবাড়ির একটি ভাড়া বাসায় প্রবেশ করে। ওই সময় রওশন আক্তারের ছোট মেয়ে—একাদশ শ্রেণির শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনি রওশনকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন।
রওশন আক্তারের দুই কন্যা রয়েছে—বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছে। ডিভোর্সের পর রওশন দুই মেয়েকে নিয়ে গুলকিবাড়ি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেলের কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তারা তাৎক্ষণিক তদন্ত শুরু করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হত্যা-পরবর্তীতে আত্মহত্যা না-কি ভিন্ন কোনো ঘটনা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.