মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকায় সেবা বঞ্চিত সাধারণ মানুষ

নেত্রকোনার মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে রোজ বুধবার ২ জুলাই সকাল ১০ টা থেকে সাড়ে ১১.৩০টা পর্যন্ত ছিলনা আউটডোরে কোন ডাক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো আউটডোরে ডাক্তার না থাকার কারণে রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

রোগীদের এমন অভিযোগে রোজ বুধবার আউটডোরে গিয়ে দেখা যায়, শতাধিক রোগী টিকিট হাতে নিয়ে অপেক্ষা করছেন ডাক্তারের জন্য। দূরদুরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানান, তারা ২ ঘন্টা সময় ধরে অপেক্ষা করছেন ডাক্তারের জন্য। ডাক্তার না আসার কারণে তারা চিকিৎসা সেবা নিতে পারছে না।

সময়মতো আউটডোরে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে গুরুতর অসুস্থ রোগীদেরও অন্যত্র রেফার করতে হচ্ছে। বিশেষ করে মদন উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল। মদন উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন ডাক্তার থাকার নিয়ম রয়েছে। আউটডোরে একজন ডাক্তারও না থাকার কারণে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে মদন উপজেলাবাসী।

কদমশ্রী থেকে চিকিৎসা সেবা নিতে আসা আব্দুল মান্নান বলেন, অসুস্থ শরীর নিয়ে সকাল ১০ টা থেকে ১ ঘন্টা ধরে অপেক্ষা করছি ডাক্তারের জন্য কখন যে ডাক্তার আসবে তা বলা যাচ্ছে না। মাখনা গ্রামের রিনা আক্তার বলেন, অটো রিক্সা রিজার্ভ করে চিকিৎসা নিতে আসলাম হাসপাতালে এখন ২ ঘন্টা ধরে বসে আছি কোন ডাক্তার নাই।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট সেই সাথে অন্যান্য জনবল ও সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন মনে করেন জনপ্রতিনিধি সুশীল সমাজ ও রাজনীতিবিদ।

এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা বলেন, পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডাক্তার রয়েছে। ২ জন ডাক্তার রাতে ডিউটি করেছে। তাদের দিনে ডিউটি বন্ধ রয়েছে। তিনি এও বলেন, আশিক নামের একজন ডাক্তার অনুপস্থিত রয়েছে। এবং আউটডোরে সঠিক সময়ে কেন ডাক্তার ছিল না , বিষয়টা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ অলিদুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

২০ আগস্টের মধ্যে জুলাই সনদের মতামত জানাবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…

39 minutes ago

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

2 hours ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

2 hours ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

2 hours ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

2 hours ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

This website uses cookies.