জনদুর্ভোগ কমাতে নিজ অর্থেই রাস্তা বানালেন সাবেক মেয়র পিকুল,প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ দূর করে নজিরবিহীন এক মানবিক উদ্যোগে আবারও আলোচনায় ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এএফএম আজিজুল ইসলাম পিকুল। জনপ্রতিনিধির পদে না থেকেও শুধুমাত্র জনকল্যাণের চিন্তা থেকে তিনি নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন ৩৫০০ ফুট দীর্ঘ একটি কাঁচা সড়ক।প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা এলাকাবাসীর জন্য যেন নতুন জীবনের দুয়ার খুলে দিয়েছে।

বুধবার (৯ জুলাই) এক অনাড়ম্বর আয়োজনে নিজেই সড়কটির উদ্বোধন করেন আজিজুল ইসলাম পিকুল।

নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের প্রধান সড়কের ব্রিজ থেকে শুরু হয়ে চেঙ্গুয়া খালের সুইচগেট পেরিয়ে বাপাইল বিল পর্যন্ত বিস্তৃত এ রাস্তার কোনো অস্তিত্ব আগে ছিল না। বর্ষায় হাঁটু পানি,কাদা আর ফসল কাঁধে নিয়ে কষ্ট করে চলাচল—এটাই ছিল গ্রামবাসীর নিত্যদিনের বাস্তবতা।বিশেষ করে কৃষক, শিক্ষার্থী,নারীরা এবং অসুস্থ রোগীদের যাতায়াতে ভোগান্তির যেন শেষ ছিল না।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সাবেক মেয়র পিকুল কোনো সরকারি বরাদ্দ বা প্রকল্পের আশায় বসে না থেকে নিজ পকেট থেকেই অর্থ ব্যয় করে সড়ক নির্মাণে উদ্যোগী হন। অবশেষে স্বপ্নের মতো সেই সড়কের বাস্তবায়ন ঘটে,যেখানে তিনি নিজেই সড়কটির উদ্বোধন করেন।

এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন পিকুল-

রাস্তাটির উদ্বোধন উপলক্ষে এলাকায় যেন এক উৎসবের আবহ তৈরি হয়।দূরদূরান্ত থেকে মানুষ এসে জড়ো হন পিকুলকে শুভেচ্ছা জানাতে।সবার মুখেই তখন একটাই কথা—“এই রাস্তাটা আমাদের জীবন বদলে দেবে।”

স্থানীয় বাসিন্দা শেখ চান মিয়া বলেন,“এই এলাকায় এমন কাজ এর আগে কেউ করেনি।বর্ষায় স্কুলে যেতে গেলে কোমর পানি পার হয়ে যেতে হতো। এখন রাস্তা হওয়ায় সহজে যাতায়াত করা যাবে।”

ফজলুল হক মাস্টার নামক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন,“সরকারি পদে না থেকেও পিকুল সাহেব যেটা করলেন,সেটা প্রকৃত মানুষের কাজ।তিনি শুধু নেতা নন,একজন দায়িত্বশীল অভিভাবক।”

স্থানীয় গৃহবধূ আনোয়ারা বেগম জানান, “রাস্তাটাই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ছিল। আমাদের মেয়েরা এখন নিরাপদে স্কুলে যেতে পারবে,রোগীকে নিয়ে আর কাদায় পড়ে থাকতে হবে না।”

তরুণ কৃষক সাগর মিয়া বলেন, “আমাদের উৎপাদিত ধান,শাকসবজি এতদিন বাজারে নিতে কষ্ট হতো। এখন এই রাস্তা দিয়ে ট্রলি-ভ্যান সহজে যেতে পারবে। সময় ও খরচ দুটোই বাঁচবে।”

জনগণের সেবা—এই পিকুলের রাজনীতি-

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম সরকার। তিনি বলেন,“সাধারণ মানুষ আজ দেখছে,উন্নয়ন মানে শুধু সরকারি প্রকল্প নয়—ব্যক্তিগত মানবিক উদ্যোগেও অনেক কিছু সম্ভব। পিকুল ভাই সেটার প্রমাণ দিয়েছেন।”

নিজ বক্তব্যে সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল বলেন,“মানুষের জন্য কিছু করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।আমি যখন দায়িত্বে ছিলাম,তখন যেমন কাজ করেছি,এখনো মানুষের পাশে থাকতে চাই।এই রাস্তাটি এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে কিছুটা হলেও ভূমিকা রাখবে—এই বিশ্বাস থেকেই আমি এগিয়ে এসেছি।”

তিনি আরও বলেন,“ভবিষ্যতেও যদি এমন কোনো প্রয়োজনে আমার সাহায্য প্রয়োজন হয়,আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকব।রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়,মানুষের ভালোবাসা অর্জনের জন্য।”

একটি রাস্তা বদলে দিলো জীবনচিত্র-

সড়কটি এখন শুধু দক্ষিণ বাহাদুরপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থাই নয়,বরং কৃষি, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।এলাকায় উৎপাদিত ফসল সহজে বাজারজাত হবে,শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে,জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতাল পৌঁছানো সম্ভব হবে।

এই সড়ক যেন একটি জীবন্ত প্রমাণ—নেতৃত্ব মানেই শুধু বক্তব্য বা প্রতিশ্রুতি নয়,বরং দায়িত্ববোধ ও ত্যাগের সাহসিকতা। আর এ কারণেই সাবেক মেয়র পিকুল আজ শুধু বাহাদুরপুরের নয়,পুরো নান্দাইলবাসীর প্রশংসা আর ভালোবাসায় ভাসছেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.