গাজীপুর প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুর সংবাদদাতা

গাজীপুর প্রেসক্লাবকে (০৭৭০) ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে মুক্ত করে প্রশাসক নিয়োগের দাবিতে রবিবার (২০ জুলাই) সকালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি ৫ আগস্ট সরকার পতনের আগে গঠিত হয়েছিল। ফ্যাসিবাদের সহযোগী এই কমিটি গঠনতন্ত্র পরিপন্থী নানা কার্যক্রম করে সাংবাদিকদের অধিকার হরণ করেছে। এ কারণে প্রশাসক নিয়োগের দাবিতে রোববার সকালে মানববন্ধন করেছেন গাজীপুরের সর্বস্তরের সাংবাদিক সমাজ।

সাংবাদিকদের মানববন্ধন ও দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, কোনাবাড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকু ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, গাজীপুর প্রেসক্লাবের গত প্রায় ১৫ বছর যাবত ফ্যাসিবাদের দোসরা কার্যকরী কমিটির দায়িত্বে রয়েছে। এসব কমিটি বিভিন্ন সময়ে আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ পেশাদার সাংবাদিকদের অনেককে প্রেসক্লাব থেকে বহিষ্কার করেছে। একইভাবে ভিন্নমতের কোন সাংবাদিককে সদস্যপদ প্রদান করা হয়নি।

বক্তারা আরো অভিযোগ করেন, প্রেসক্লাবে এখন যারা নিয়ন্ত্রণে রয়েছেন তারা প্রায় সকলেই গাজীপুরের বিতর্কিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং কুখ্যাত এসপি হারুনের দোসর এবং তাদের সহযোগী ছিলেন। এসব কারণে তারা আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকদেরকে প্রেসক্লাবের সদস্য পদ করেন নাই। সম্প্রতি প্রেসক্লাবের সদস্য আহবান করতে গিয়ে তারা গঠনতন্ত্র লঙ্ঘন করে বিভিন্ন অগঠনতান্ত্রিক শর্ত আরোপ করে। তারপরও ৫ আগস্টের চেতনায় উজ্জীবিত হয়ে ৪৯ জন সাংবাদিক সদস্য ফরম সংগ্রহ করেন এবং ৪৪ জনে আবেদন জমা দেন। কিন্তু ফ্যাসিস্টের দোসর প্রেসক্লাবের বর্তমান কার্য- নির্বাহী কমিটি নানান অজুহাত দেখিয়ে গঠনতন্ত্র বিরোধীভাবে গোপন ব্যালটে ভোটের আয়োজন করে এবং পরে ৩ জন ব্যতীত কোন সদস্য ভোটে পাস করেনি বলে প্রচার করে সদস্যপদ প্রধান থেকে বঞ্চিত করে।

এমনি প্রেক্ষাপটে, ফ্যাসিবাদের দোসররা বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করার কারণে এই কমিটি বিলুপ্ত করে যে অধ্যাদেশের আওতায় নিবন্ধিকরণ কর্তৃপক্ষ গাজীপুর প্রেসক্লাবেকে নিবন্ধন প্রদান করা সেই অধ্যাদেশের প্রদত্ত ক্ষমতা বলে প্রশাসক নিয়োগের দাবি জানায়।

মানববন্ধন শেষে সকল সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্বারক লিপি গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের বিষয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

38 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

48 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

50 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

53 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

56 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

59 minutes ago

This website uses cookies.