পটুয়াখালীতে দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রমের প্রশিক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা ও পূর্বপ্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো “দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ”। শনিবার (তারিখ দিন) পটুয়াখালী মহিলা কলেজ সংলগ্ন মল্লিকা রেস্তোরার কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সার্বিক সহায়তায় এবং এনজিও জাগোনারীর উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর আহমেদ পারভেজ ও প্রফেসর মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মুসফিকা আক্তার তুলি। এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, সমাজসেবা, পরিবার পরিকল্পনা ও সমবায় বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিরা।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলবর্তী পটুয়াখালী জেলা প্রায়শই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ও বন্যার মতো দুর্যোগের সম্মুখীন হয়। এই জেলার জনগণ দীর্ঘদিন ধরেই এসব প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। তাই, পূর্বাভাস ভিত্তিক আগাম সতর্কবার্তা ও কার্যক্রম চালু করা অত্যন্ত জরুরি।

সেমিনারে মূল আলোচনা ও প্রশিক্ষণ পরিচালনা করেন জাগোনারীর CC-AA প্রকল্প ম্যানেজার মনিরুজ্জামান প্রিন্স এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের অফিসার সঞ্চিতা হালদার।

প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল:

  • ঝুঁকি নিরূপণ ও আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ

  • পূর্বাভাসভিত্তিক সতর্কবার্তা সিস্টেম

  • আগাম পরিকল্পনা, SOP ও বাস্তবায়ন কৌশল

  • দুর্যোগ বাজেট ও অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা

সেমিনারের শেষ অংশে অংশগ্রহণকারীদের মধ্যে দলীয় ভিত্তিতে ওয়ার্কশপ আয়োজন করা হয় এবং তারা নিজেদের এলাকার দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া নিয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন। দিনব্যাপী অনুষ্ঠানটি একটি ফলপ্রসূ আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাপ্ত হয়।

admin

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

12 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

16 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

17 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

17 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

17 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

17 hours ago

This website uses cookies.