“চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না”—এই কঠোর বার্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।”
সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, “মানুষের ধারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন। সংগঠনকে শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা নিয়ে বেশি দূর আগানো যাবে না।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম ঘরের ভেতর থেকেই শুরু করবো। এই কারণেই আমরা এনসিপি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।”
এর আগে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে ময়মনসিংহ শহরে জনস্রোত দেখা যায়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রজনতা শহরের কেন্দ্রে এসে জমায়েত হয়। এতে পুরো নগরী উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
দুপুর আড়াইটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছান। বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে পদযাত্রার মূল বক্তব্য পর্ব শুরু হয়।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
প্রলয়/তাসনিম তুবা
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
This website uses cookies.