গণঅভ্যুত্থান দিবসে উখিয়ায় বিএনপির গণমিছিল ও সমাবেশ

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

কক্সবাজারের উখিয়ায় ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উখিয়া স্টেশন চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ রাজনীতিক শাহজাহান চৌধুরী। তিনি বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রাম এখনো শেষ হয়নি। এ আন্দোলনকে আরও বেগবান করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, উখিয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—উখিয়াকে একটি পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে ঘোষণা করা হবে। এর মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করে উখিয়াকে একটি উন্নত ও মডেল পৌর শহরে রূপান্তর করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার নিয়ে তিনি বলেন, ফেসবুকসহ নানা মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব মিথ্যাচারে কান না দিয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, আন্দোলনের পথে থাকুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সোলতান মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্ট গণ অভ্যুত্থান ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে চেতনা সৃষ্টি হয়েছিল, তা থেকেই অনুপ্রাণিত হয়ে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তারা বলেন, ৫ আগস্টের শহীদদের স্মরণ করে আমরা আজকের এ দিনে নতুন করে শপথ নিচ্ছি—দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমরা কেউ পিছু হটবো না। সমাবেশের পূর্বে এক বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ গণমিছিল রাজাপালং ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে উখিয়া স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দলীয় শ্লোগানের গর্জন। গণমিছিল ও সমাবেশ ঘিরে পুরো উখিয়া জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। উপস্থিত হাজারো জনতা এ কর্মসূচিকে গণতন্ত্রের পক্ষে জনগণের শক্তিশালী অবস্থান বলে আখ্যা দেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.