বেনাপোল স্থলবন্দর দিয়ে পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

মনির হোসেন, বেনাপোল

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) আবারও বাংলাদেশের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে।

সোমবার ১১আগস্ট জারি করা এক নতুন প্রজ্ঞাপনে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ পাটপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এখন থেকে কেবল মুম্বাইয়ের নভসেবা সমুদ্রবন্দর দিয়েই এসব পণ্য রপ্তানি করা যাবে।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় যেসব পণ্য পড়েছে পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি, পাটের বস্তা বা ব্যাগ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া উল্লিখিত পণ্যগুলোর প্রায় ৯০ শতাংশই বেনাপোল স্থলপথে যায়। মাত্র ১০ শতাংশ পণ্য সমুদ্রপথে রপ্তানি হয়।

এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের এই চারটি পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে নভসেবা বন্দর ব্যবহার করতে হবে।

ভারতের এই নতুন বিধিনিষেধের কারণে বেনাপোল স্থলপথে রপ্তানির সহজ পথটি কার্যত বন্ধ হয়ে গেল।
গত কয়েক মাসে ভারত বেশ কয়েক দফায় বাংলাদেশের পণ্য আমদানিতে অশুল্ক বিধিনিষেধ আরোপ করেছে।

এর আগে, গত ২৭ জুন ডিজিএফটি এক প্রজ্ঞাপনে বেনাপোল সহ সব স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। গত ১৭ মে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, আসবাবসহ আরও কিছু পণ্য আমদানিতেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

এছাড়া, গত ৯ এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়।

ভারতের সিএন্ডএফ বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, এর আগে, গত ২৭ জুন ডিজিএফটি এক প্রজ্ঞাপনে বেনাপোল সহ সব স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। গত ১৭ মে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, আসবাবসহ আরও কিছু পণ্য আমদানিতেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

প্রলয় ডেস্ক

Recent Posts

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

44 minutes ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

1 hour ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

1 hour ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

1 hour ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

1 hour ago

কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…

2 hours ago

This website uses cookies.