কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু ২ অক্টোবর থেকে

তৌহিদ বেলাল, কক্সবাজার অফিস

কক্সবাজার বিমানবন্দরে ২ অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা শুরু করবে। তবে টার্মিনাল ভবনের কিছু কাজ এখনও শেষ হয়নি, ফলে নির্ধারিত সময়ে ফ্লাইট চালু হওয়া নিয়ে সংশয় রয়েছে।

জানা গেছে, বিমানবন্দরে যাত্রী আগমন ও প্রস্থান লাউঞ্জ, ডিপারচার কনভেয়ার বেল্ট এবং ইমিগ্রেশন কাউন্টার নির্মাণকাজ এখনও শেষ হয়নি। বিমানবন্দরের রানওয়ে পুরোপুরি প্রস্তুত থাকলেও, এইসব কাজ শেষ হতে আরও অন্তত দুই মাস সময় লাগতে পারে। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের প্রস্তুতি এবং ফ্লাইট স্লটও এখনও চুড়ান্ত হয়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অবশিষ্ট কাজ আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্সসহ দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে চিঠি দিয়ে ফ্লাইট পরিকল্পনা জানাতে অনুরোধ জানানো হয়েছে।

বেবিচকের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে যাবো। আইকাওকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এখন এয়ারলাইন্সগুলোর সাড়ার অপেক্ষা করছি।’

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। এতে হোটেল-মোটেল, রিসোর্ট, পরিবহন, আন্তর্জাতিক সম্মেলন ও কর্পোরেট ইভেন্ট আয়োজনসহ স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। ২০১৫ সালে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যক্রম শুরু হয়। ভৌগোলিক অবস্থানের সুবিধা কাজে লাগিয়ে সরকার এই বিমানবন্দরকে শুধু পর্যটনের নয়, বরং একটি আঞ্চলিক হাব ও রি-ফুয়েলিং পয়েন্ট হিসেবেও গড়ে তুলতে চায়।

প্রলয় ডেস্ক

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

4 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

8 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

8 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

9 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

9 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

9 hours ago

This website uses cookies.