জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত: ডা. তাহের

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে বিদেশি প্রভাবের মাধ্যমে কোনো বিতর্কিত নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. তাহের অভিযোগ করেন, সরকারের ঘোষিত জুলাই সনদকে অধিকাংশ রাজনৈতিক দলই পূর্ণাঙ্গ মনে করেনি। কেবল একটি দল প্রকাশ্যে সমর্থন জানিয়েছে, বাকি দলগুলো শর্তসাপেক্ষ মতামত দিয়েছে। তার মতে, “ঐক্যমত্য থাকলেও আইনি ভিত্তি না থাকলে এ ঘোষণাপত্রের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে। সরকার মুখে স্বীকার করলেও বাস্তবায়ন না করলে সেটি অর্থহীন থেকে যাবে।”

তিনি বলেন, দেশের মানুষ ৫৪ বছরে কখনো প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচন দেখেনি। “আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়। বিদেশি নকশায় সাজানো কোনো ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা হলে জনগণ আবারও জীবন ও রক্ত দিয়ে অধিকার আদায় করবে।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আপনারা বলছেন ক্ষমতায় গেলে সংস্কার করবেন। তাহলে এখন কেন করবেন না? এর মানে তো বোঝাই যাচ্ছে—ডাল মে কুচ কালা হ্যায়।” তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক এক জরিপে ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে, অথচ রাজনৈতিক মহলে কেউ কেউ তা উপেক্ষা করছেন।

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তঃদলীয় সংলাপ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। “দেশকে আরেকটি এক-এগারোর দিকে ঠেলে দেবেন না। আপনি নিজেই মালয়েশিয়ায় গিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন—এটি আপনার মৌলিক দায়িত্ব।”

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকারের ঘোষিত জুলাই সনদ অপূর্ণাঙ্গ। এখানে মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসাইন সাঈদী, শাপলা চত্বরের ঘটনা এবং প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত না হওয়ায় জনগণ এটি মেনে নেবে না।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “জনগণের মতের বিরুদ্ধে কোনো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।”

বিক্ষোভ সমাবেশ শেষে বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, মার্কাজ মসজিদ হয়ে মৎস্য ভবন পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

1 hour ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

1 hour ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

1 hour ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

1 hour ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

2 hours ago

কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব

আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে আসলে তা প্রতিহত করার প্রস্তুতি নেয়ার আহ্বান…

2 hours ago

This website uses cookies.