বিধান চন্দ্র রায়, জলঢাকা
জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখে, পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন উপজেলার বিভিন্ন স্থানে কিশোর ও যুবকদের হাতে খেলার সরঞ্জাম তুলে দিচ্ছেন।
সম্প্রতি তিনি উপজেলার একটি মাঠে ফুটবল খেলোয়াড়দের হাতে নতুন ফুটবল প্রদান করেন। এ সময় খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে তিনি নিয়মিত অনুশীলনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে আহ্বান জানান।
স্থানীয় কিশোর ও তরুণরা ইউএনওর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারা জানান, মাঠে গিয়ে খেলার সরঞ্জাম দেওয়ার ফলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বেড়েছে এবং অবসর সময়কে তারা এখন খেলাধুলায় ব্যয় করতে পারবে।
এ বিষয়ে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই প্রতিটি গ্রামে সক্রিয় খেলার পরিবেশ তৈরি হোক, যাতে তারা ইতিবাচক কাজে সম্পৃক্ত থাকে।”
স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, উপজেলা প্রশাসনের এই উদ্যোগে তরুণরা যেমন খেলাধুলায় উৎসাহী হবে, তেমনি সামাজিক ঐক্যও বৃদ্ধি পাবে।
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.