ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে মাঠে মাঠে ছুটছেন জলঢাকার ইউএনও

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়, জলঢাকা

জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখে, পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন উপজেলার বিভিন্ন স্থানে কিশোর ও যুবকদের হাতে খেলার সরঞ্জাম তুলে দিচ্ছেন।

সম্প্রতি তিনি উপজেলার একটি মাঠে ফুটবল খেলোয়াড়দের হাতে নতুন ফুটবল প্রদান করেন। এ সময় খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে তিনি নিয়মিত অনুশীলনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে আহ্বান জানান।

স্থানীয় কিশোর ও তরুণরা ইউএনওর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারা জানান, মাঠে গিয়ে খেলার সরঞ্জাম দেওয়ার ফলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বেড়েছে এবং অবসর সময়কে তারা এখন খেলাধুলায় ব্যয় করতে পারবে।

এ বিষয়ে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই প্রতিটি গ্রামে সক্রিয় খেলার পরিবেশ তৈরি হোক, যাতে তারা ইতিবাচক কাজে সম্পৃক্ত থাকে।”

স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, উপজেলা প্রশাসনের এই উদ্যোগে তরুণরা যেমন খেলাধুলায় উৎসাহী হবে, তেমনি সামাজিক ঐক্যও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে মাঠে মাঠে ছুটছেন জলঢাকার ইউএনও

আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

বিধান চন্দ্র রায়, জলঢাকা

জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখে, পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন উপজেলার বিভিন্ন স্থানে কিশোর ও যুবকদের হাতে খেলার সরঞ্জাম তুলে দিচ্ছেন।

সম্প্রতি তিনি উপজেলার একটি মাঠে ফুটবল খেলোয়াড়দের হাতে নতুন ফুটবল প্রদান করেন। এ সময় খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে তিনি নিয়মিত অনুশীলনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে আহ্বান জানান।

স্থানীয় কিশোর ও তরুণরা ইউএনওর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারা জানান, মাঠে গিয়ে খেলার সরঞ্জাম দেওয়ার ফলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বেড়েছে এবং অবসর সময়কে তারা এখন খেলাধুলায় ব্যয় করতে পারবে।

এ বিষয়ে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই প্রতিটি গ্রামে সক্রিয় খেলার পরিবেশ তৈরি হোক, যাতে তারা ইতিবাচক কাজে সম্পৃক্ত থাকে।”

স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, উপজেলা প্রশাসনের এই উদ্যোগে তরুণরা যেমন খেলাধুলায় উৎসাহী হবে, তেমনি সামাজিক ঐক্যও বৃদ্ধি পাবে।