খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে মাঠে মাঠে ছুটছেন জলঢাকার ইউএনও

- আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
বিধান চন্দ্র রায়, জলঢাকা
জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখে, পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন উপজেলার বিভিন্ন স্থানে কিশোর ও যুবকদের হাতে খেলার সরঞ্জাম তুলে দিচ্ছেন।
সম্প্রতি তিনি উপজেলার একটি মাঠে ফুটবল খেলোয়াড়দের হাতে নতুন ফুটবল প্রদান করেন। এ সময় খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে তিনি নিয়মিত অনুশীলনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে আহ্বান জানান।
স্থানীয় কিশোর ও তরুণরা ইউএনওর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারা জানান, মাঠে গিয়ে খেলার সরঞ্জাম দেওয়ার ফলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বেড়েছে এবং অবসর সময়কে তারা এখন খেলাধুলায় ব্যয় করতে পারবে।
এ বিষয়ে ইউএনও জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি চাই প্রতিটি গ্রামে সক্রিয় খেলার পরিবেশ তৈরি হোক, যাতে তারা ইতিবাচক কাজে সম্পৃক্ত থাকে।”
স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, উপজেলা প্রশাসনের এই উদ্যোগে তরুণরা যেমন খেলাধুলায় উৎসাহী হবে, তেমনি সামাজিক ঐক্যও বৃদ্ধি পাবে।