ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়: রিজভী

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলন চলাকালে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন রোববার রাতে রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার নথিতে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। এ সময় গুলিতে তার বুক ও পায়ে আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন ওই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। নাসির উদ্দিন সাথী এজাহারনামীয় ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সরকারের ঘনিষ্ঠ হয়ে নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান হিসেবে উসকানিমূলক বক্তব্য ও প্রচারণা চালান। এতে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী রাজনৈতিক কর্মী, সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু নিহত হন।

এছাড়া আবেদনে বলা হয়, সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি দলীয় স্বার্থে অনৈতিক প্রভাব খাটিয়েছেন এবং প্রকৃত ঘটনা ও অজ্ঞাত আসামিদের পরিচয় শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলন চলাকালে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

এর আগে সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন রোববার রাতে রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার নথিতে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। এ সময় গুলিতে তার বুক ও পায়ে আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন ওই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। নাসির উদ্দিন সাথী এজাহারনামীয় ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সরকারের ঘনিষ্ঠ হয়ে নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান হিসেবে উসকানিমূলক বক্তব্য ও প্রচারণা চালান। এতে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী রাজনৈতিক কর্মী, সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু নিহত হন।

এছাড়া আবেদনে বলা হয়, সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি দলীয় স্বার্থে অনৈতিক প্রভাব খাটিয়েছেন এবং প্রকৃত ঘটনা ও অজ্ঞাত আসামিদের পরিচয় শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।