Categories: সারাদেশ

রাজশাহীর উপজেলা ও পৌরসভায় সেবা পেতে জনগণের ভোগান্তি

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী

রাজশাহী মহানগরী থেকে মাত্র ১০-১২ কিলোমিটার দূরে অবস্থিত বিভিন্ন পৌরসভা। সিটি করপোরেশনের মতো সকল সুযোগ-সুবিধা আছে এই পৌরসভায়। কিন্তু নিয়মিত সেবা পাচ্ছেননা পৌরবাসী। কাউন্সিলররা আসছেন নিয়মিত। তবুও বিভিন্ন সেবা নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহিতাদের।

তবে রাজশাহীর বিভিন্ন পৌরসভায় দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। প্রশাসক সময় মতো না আসায় সেবায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে পৌরসভার বাসিন্দারা। পৌরসভার বাসিন্দারা বলেন, ট্রেড লাইসেন্স, জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সনদ তার স্বাক্ষর ছাড়া পৌরবাসীদের দেয়া যাচ্ছে না। কোনো কর্মকর্তা বা কাউন্সিলরের স্বাক্ষরে এইসব সনদ দেয়া যায় না। বাকি অন্যসব সেবা ঠিকমতোই পাওয়া যাচ্ছে।

রাজশাহীর নওহাটা পৌরসভায় গিয়ে দেখা যাচ্ছে, পৌরভবনের নিচে বসে আছেন সেবা গ্রহিতারা। বিভিন্নজন এসেছেন বিভিন্ন কাজে। এদের মধ্যে রাজু আহম্মেদ নামের একজন এসেছেন নাগরিকত্ব সনদ নিতে। তিনি বলেন, আমি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার জরুরিভাবে নাগরিকত্ব সনদ লাগবে। কিন্তু এসে দেখি কাউন্সিলর নেই। তার জন্য অপেক্ষা করছি। এর আগেও দুইদিন এসে ঘুরে গেছি।

আবু সাঈদ নামের আরেকজন এসেছিলেন প্রত্যায়নপত্র নিতে। তিনি বলেন, ছেলের জন্মনিবন্ধন করা হয়েছে। তবে নাম ভুল আছে। এ কারণে প্রত্যায়নপত্র লাগবে। কিন্তু কাউন্সিলররা নিয়মিত আসছেন না। এসে ঘুওে যেতে হচ্ছে।

নওহাটা পৌরসভার দোতলায় কাউন্সিলরদের বসার কক্ষ। সেখানে গিয়ে দেখা যায়, কক্ষটি ফাঁকা। সেখানকার কর্মচারিরা জানান, আওয়ামীপন্থী হওয়ার কারণে কাউন্সিলররা আসছেন না। তাই অনেক সেবাও পাওয়া যাচ্ছে না। নওহাটা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কথা বলার জন্য নওহাটা পৌরসভার মিনাজনুর রহমান জানায়, প্রশাসক ছিল না নতুন নিয়োগ হয়েছে। উনি এখনও জয়েন্ট করেনাই। রবিবার থেকে আশা করি জনগণ ঠিক মত সেবা পাবেন।

রাজশাহী জেলায় ৯টি উপজেলা ও ১৪টি পৌরসভা আছে। উপজেলা ও পৌরসভা চলছে প্রশাসকের মাধ্যমে। আগস্ট মাসের ১৯ তারিখে এই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। প্রশাসক থাকাতেও কিছু উপজেলা ও পৌরসভার সেবাবঞ্চিত হচ্ছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

2 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

10 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

16 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

16 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

16 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

17 hours ago

This website uses cookies.