নিউইয়র্কে ইউনূস–মোদি বৈঠক এখনো চূড়ান্ত হয়নি: ভারতের পররাষ্ট্রসচিব

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক মিডিয়া ব্রিফিংয়ে এই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানাননি।

তিনি বলেছেন, কয়েকটি রাষ্ট্রের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে কাজ চলছে। তবে বৈঠকের সবকিছু নির্ভর করছে যথাসময়ে নেতাদের উপস্থিতির ওপর। প্রধানমন্ত্রীর সঙ্গে কার কার বৈঠক হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। মোদি ও ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বিক্রম মিশ্রি।

যদিও আগামী ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদি বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন ভারতের এই পররাষ্ট্রসচিব। তবে নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাঝে সম্ভাব্য বৈঠকের বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

ভারতীয় পররাষ্ট্রসচিব বলেছেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ‘দ্য সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। অধিবেশনের ফাঁকে তিনি বেশ কয়েকটি অতিরিক্ত দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। তিনি বলেন, এসব বৈঠকের সময়সূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে।

বাইডেনের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে আলোচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে বিক্রম মিশ্রি বলেন, কৌশলগত অংশীদার হিসেবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে ‘‘বিস্তৃত এবং গভীর’’ অ্যাজেন্ডা রয়েছে। দুই নেতার ওই বৈঠকে কোনও সুনির্দিষ্ট বিষয় স্থান পাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেকোনও বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত।

মোদি ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘‘আমি এখনই নিশ্চিত করতে পারব না।’’ তবে বৈঠক হলে সেখানে প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করা হতে পারে বলে স্বীকার করেছেন তিনি।

আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

3 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

3 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

3 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

3 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

5 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

5 hours ago

This website uses cookies.