ছবি অনলাইন সংগৃহীত
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার দশক বিনা বেতনে ইমামতি করা সংবর্ধনা পাওয়া সেই ইমাম মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত ইমামের নাম মাওলানা মো. সিরাজুল ইসলাম (৭৬)।
সিরাজুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন। দীর্ঘ ৪৮ বছর ইমামতি করে ৭৫ বছর বয়সে তিনি গত বছরের মার্চ মাসে অবসরে যান। প্রায় চার দশক তিনি বিনা বেতনে ইমামতি করেন ।
এ জন্য বিদায় বেলায় গ্রামবাসী তাকে জমকালো সংবর্ধনা দিয়েছিলেন। বিদায় বেলায় মোটরসাইকেল বহরে করে মাওলানা সিরাজুলকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন গ্রামের যুবকেরা।
পারিবারিক সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর মাওলানা সিরাজুল ইসলাম ওমরাহ পালনরত অবস্থায় সৌদি আরবের মক্কা নগরীতে নবীজির বাড়ির অদূরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ সময় সকালে ৯টার দিকে হেঁটে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এর আগের দিন পবিত্র ওমরাহ পালন করতে তিনি সৌদি আরবে গিয়েছিলেন।
সিরাজুল ইসলামের ছোট ছেলে আকিকুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় তার বাবার কাছে পাসপোর্ট ও ভিসা না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি।
পরে বায়োমেট্রিক পদ্ধতির আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় পেয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি হজ এজেন্সিকে জানায় পুলিশ। পরে তারা এই তথ্য বাংলাদেশে ফোন করে নিহত ব্যক্তির পরিবারকে জানান।
তিনি আরও বলেন, ওমরাহ পালন করতে গিয়ে তার বাবা কাফেলা থেকে দলছুট হয়ে যাওয়ায় আর তার কাছে ভিসা পাসপোর্ট কিছু না থাকায় মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছাতে চার দিন লেগে গেছে। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে আকিক বলেন, আগামী সোমবার মক্কা নগরীর জান্নাতুল মুয়াল্লার কবরস্থানে তার বাবার লাশ দাফন করা হবে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.