ফাইল ছবি
লালপুর (নাটোর) প্রতিবেদক
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যক্তিগত সহকারী (এপিএস) তানসেন হিমেল এর মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। হিমেল বাঁশবাড়িয়া কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন।তিনি কৈচরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
এ ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তানসেন হিমেল ও তার সহযোগি নিউটন মিয়াসহ চারজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল করিমের স্ত্রী তহমিনা খাতুন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বশক্রতার জের ধরে গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈচরপাড়া গ্রামস্থ আব্দুল করিমের আমবাগানে ঢুকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তানসেন হিমেল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে তানসেন হিমেল বলেন, মারপিটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.