ছবি অনলাইন সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে কয়েকজন হামলাকারী এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। খবর এএফপির।
পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর বার্মিংহাম শহরের ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় এই গুলির ঘটনা ঘটে। একাধিক বন্দুকধারী একদল মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে বলে আমাদের ধারণা।
তিনি জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তারা রাস্তার পাশে পড়েছিলেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে চতুর্থজন মারা যান। গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, অগ্নিনির্বাপক বাহিনী এ ঘটনায় তদন্ত করছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৪০৩টি এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.