স্টাফ রিপোর্টার
মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামে ভ্যানচাপায় দুই বছরের শিশু হাবিবা এবং দুপুরে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় ইজিবাইকচাপায় ১৭ বছর বয়সী লাইসান নিহত হয়েছে।
নিহত হাবিবা কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামের রাশেদ মুন্সির মেয়ে এবং লাইসান সদর উপজেলার বাবনাতলা এলাকার ডালিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে শরীয়তপুর থেকে কাঠবোঝাই করে একটি ট্রাক খুলনা যাচ্ছিল। মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় লাইসান। এ সময় আহত হন ইজিবাইকে থাকা আরও ৬ যাত্রী। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সকালে কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামে রাস্তা পার হওয়ার সময় ভ্যানচাপায় গুরুতর আহত হয় শিশু হাবিবা। পরে স্থানীয়রা হাবিবাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় ১৭ বছর বয়সী একজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.