কুষ্টিয়ায় কাউন্সিলরসহ ৬ জনের জামিন, আদালতে ছাত্র-জনতার বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় শিক্ষার্থী তামজিদ হোসেন জনিকে (২৬) হত্যাচেষ্টা মামলায় ছয় আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের জামিন দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত।

এ সময় তাদের জামিন বাতিল ও বিচারককে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন ছাত্র-জনতা।

জামিনপ্রাপ্তদের মধ্যে তিন কাউন্সিলরের পরিচয় জানা গেছে; তারা হলেন: কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

এ দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভে ছাত্র-জনতা, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন: কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ।

তিনি বলেন, ‘জীবন ও রক্তের বিনিময়ে আমরা ছাত্রজনতা দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি। আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের নেতা, পৌরসভার কাউন্সিলরসহ ৬ জনকে জামিন দেয়া হয়েছে। তাদের জামিন বাতিল, বিচারক মাহমুদা সুলতানাকে প্রত্যাহার, আন্দোলনে হত্যা এবং হত্যাচেষ্টা মামলার সব আসামির শাস্তির দাবি জানাচ্ছি৷ আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে জামিন দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সমন্বয়ক তৌকির আহমেদ আরও বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনকারীকে হত্যা চেষ্টা মামলায় আসামিকে জামিন দিয়েছে আওয়ামী লীগের পরিবারের বিচারক মাহমুদা সুলতানা। আওয়ামী লীগের খুনিদের বাঁচানোর চেষ্টা করছেন। আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের দুদিন পরে তিন কাউন্সিলরকে জামিন দিয়েছেন।

আরও পড়ুন: নৌ ও পাট মন্ত্রণালয়ে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি: উপদেষ্টা

এ ছাড়া ছয় আসামিকে জামিন দিয়েছেন তিনি। তাকে দ্রুত প্রত্যাহার করা হোক। জামিনের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে কুষ্টিয়ায় আন্দোলনকারীদের হত্যা ও হত্যাচেষ্টা মামলার সব আসামিদের জামিন বাতিল করতে হবে৷ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে আগামীতে আমরা কঠোর কর্মসূচি পালন করব।

এ বিষয়ে কথা বলতে আদালত পুলিশের ইন্সপেক্টর জহুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে বিষয়টি নিশ্চিত করে আদালত সূত্র জানিয়েছেন, তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় মানববন্ধন সমাপ্ত করে আদালত ছেড়ে চলে যান ছাত্র-জনতা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: শিবপুরে ৬ ডাকাতসহ আটক ২ গরু চোরও

প্রসঙ্গত, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি মারপিট ও গুলি করে তামজিদ হোসেন জনি (২৬) নামে এক আন্দোলনকারীকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় নির্দেশদাতা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৬

মামলায় ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০/৪৫ জনকে। গ্রেফতার কাউন্সিলররা ওই মামলার আসামি। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার ঘোরাই গ্রামের লুৎফুর রহমানের ছেলে জিলহজ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

47 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

50 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

56 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

1 hour ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

4 hours ago

This website uses cookies.