চলন্ত বাসের ধাক্কায় যাত্রী আহত

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

টালিগঞ্জের দিক থেকে আসা একটি বেসরকারি 40B বাস যার নং WB04 F8677, ঠিক রবীন্দ্র সরোবর এর কাছাকাছি আসতেই ড্রাইভার হঠাৎ করে আচমকা জোরে ব্রেক করলে। এক বয়স্ক বৃদ্ধ ছিটকে বাসের মধ্যে পড়ে মাথা ফেটে যায়।

এমনকি আরও কয়েকটি জায়গা কেটে যায়। রক্ত ঝরতে থাকে, বাসের ভেতর যাত্রীরা চেঁচিয়ে ওঠেন, কন্টাকটার ও ড্রাইভার ওই অবস্থায় গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। কোনভাবেই ওই আহত ব্যক্তিকে সহযোগিতার হাত না বাড়িয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার ধারে বসিয়ে দেন।

এবং গাড়িটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাসের যাত্রীরা প্রতিবাদ করে উঠেন বাসটিকে দাঁড় করাতে বলেন, শুধু তাই নয় তাহারা এবং রাস্তার পাশে থাকা যাত্রীরা বাসটিকে জোড় করে সাইড করিয়ে দেন, তখনো পর্যন্ত ড্রাইভার ও কন্টাকটার এতটুকু সহযোগিতার হাত বাড়াননি বৃদ্ধর দিকে। অঝোরে বৃদ্ধার রক্ত ঝরতে থাকে।

সামনেই ঠিক পি এস সির উল্টো দিকেই একটি সিগনালে পাশে গাড়িটিকে দাঁড় করানোর পর ডিউটিরত ট্রাফিক হোম গার্ড কে ডাকেন, এবং বাসে যাত্রীরা তাহাকে বলেন এক্ষুনি থানায় খবর দেন। প্রথমটা কিন্তু করলেও বাধ্য হয় থানায় খবর দিতে এবং ডিউটিরত সার্জেনকে ডাকার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে দুইজন সার্জেন এসে উপস্থিত হন। এদিকে বাস যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন, এবং ডাইভার ও কন্টাকটার কে আটকে রাখেন। শুধু তাই নয় যাত্রীরা গাড়ি থেকে সবাই নেমে পড়েন।

কিছুক্ষণ পর ডিউটিরত সার্জেন্ট অফিসার ঘটনা স্থলে আসার পর সহযোগিতার হাত বাড়ান এবং বাসের কন্টাকটার এবং ডিউটি রতো হোমগার্ড কে দিয়ে বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসার জন্য গাড়ি করে হসপিটালে পাঠানোর চেষ্টা করেন।

এদিকে ঘটনাস্থলে যাত্রীদের কাছে ঘটনা বিবরণ শুনলেও ড্রাইভার বারবার মিথ্যা কথা বলার চেষ্টা করেন। যাত্রীরা জানান , আমরা না প্রতিবাদ করলে ড্রাইভার ও কন্টাকটার ওইভাবে একটি আহত যাত্রীকে ফেলে রেখে চলে যেতো এবং বৃদ্ধার একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, অফিসার শোনার পর গাড়িটি আটক করেন এবং ড্রাইভারকে নিয়ে থানায় যান,

প্রায় বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় কন্টাকটাররা যাত্রীদের উপর খারাপ আচরণ করে থাকেন কখনো চালানো নিয়ে আবার কখনো ভাড়া নেই, বেশিরভাগ কন্টাক্টারদের মুখে শোনা যায়, গাড়ি থেকে নেমে যাওয়ার কথা বলতেও, এতে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠেন ও প্রতিবাদ করলে, কন্টাকটার কে আরো বেশি খারাপ ব্যবহার করতে দেখা যায়। যাত্রীদের কে বাস যাত্রী বলে মনে করেন না। যখন আরেকটি একই রুটের বাস কাছাকাছি এসে যায়, দ্রুত চালাতে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটতে দেখা যায়। হঠাৎ জোরে ব্রেক করার ফলে।

প্রলয় ডেস্ক

Recent Posts

জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ

জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…

8 hours ago

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…

12 hours ago

রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা

সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…

12 hours ago

এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…

12 hours ago

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…

13 hours ago

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…

13 hours ago

This website uses cookies.