টেক্সটাইল ক্যাডার আন্দোলনে সংহতি প্রকাশে বিজনেস ক্লাবের ওভিসি

বুটেক্স প্রতিনিধি

স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার চালুসহ মোট ৫টি দাবিতে সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল ও মানববন্ধন করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানা যায়। এদিকে বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে বিজনেস কেস প্রতিযোগিতায় চলমান আন্দোলনের বিষয়বস্তু নিয়ে প্রতিযোগিদের অনলাইন ভিডিও কন্টেন্ট (ওভিসি) তৈরি করতে বলা হয়।

বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে চলমান আন্ত:বিভাগীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘ফিউচার ওয়েভ-Future Weave’-এর অনলাইন পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। এতে ৮০টি দল অংশগ্রহণ করে। যেখানে প্রতিটি দলে ছিল ৩-৪ জন শিক্ষার্থী। সেখান থেকে ২৬টি দলকে বাছাই করা হয় দ্বিতীয় পর্বের জন্য। তারা সর্বোচ্চ ২ মিনিট পরিসরে ভিডিও কন্টেন্ট বা ওভিসি তৈরি করবে।

তাদের ভিডিও কন্টেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডার বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। ভিডিওতে দেশের অর্থনীতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অবদান এবং দেশে নীতি-নির্ধারণী ও গুরুত্বপূর্ণ সরকারি পদে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা উপস্থাপন করতে হবে। তাছাড়া কোন কোন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চাকরির সুযোগ রয়েছে তা তুলে ধরতে হবে।

প্রতিযোগিদের দেওয়া কেস-এ উল্লেখ করা হয়, আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৩ ভাগ এবং জাতীয় জিডিপির উল্লেখযোগ্য অবদান রাখছে। আর উক্ত সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অনেক। দেশে তাদের বড় অবদানের পরও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডার নেই। যদিও সরকার কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে নন-ক্যাডার পদে নিয়োগ দিয়ে থাকে। তবে পেশাজীবীদের জন্য একটি স্বতন্ত্র ক্যাডার ক্যাটাগরি থাকা জরুরি যাতে তারা তাদের কারিগরি দক্ষতা দিয়ে সরকারি নীতি-নির্ধারণী কার্যক্রম ও কৌশলগত উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা দেশের টেক্সটাইল শিল্পকে আরও উন্নত করতে সহায়ক হবে।

বিজনেস কেস প্রতিযোগিতায় প্রায়শই বিভিন্ন পণ্যের মার্কেটিং সংক্রান্ত ওভিসি বানানো হলেও ভিন্ন টপিক দেখা গেলো বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে। এ নিয়ে ক্লাবটির সভাপতি আসিফ ইকবাল বলেন, ক্যাম্পাসের বর্তমান পারিপার্শ্বিকতা থেকে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন একই সাথে নিজেদের মেধা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিরসনে ভূমিকা রাখতে পারে তাই বুটেক্স বিজনেস ক্লাবের আন্ত:বিভাগীয় বিজনেস কেস প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ওভিসি রাখা হয়েছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.