মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ‘২৪ অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ।
বিভিন্ন দপ্তরের কর্মকতা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি,জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠেয় উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ‘২৪ উৎসবমুখর ও নিরাপদে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা বজায়, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ভক্তবৃন্দ, পৌর ও ইউপি চেয়ারম্যানবৃন্দ,উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকতা ও সদস্যবৃন্দসহ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের সমন্বিত উদ্যোগে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সম্পন্নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন, মোবাইল/ইন্টারনেট/হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, নিরাপদ বিদ্যুৎসহ বিকল্প সংযোগ স্থাপন, বখাটেদের উৎপাত বা কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারী ব্যক্তি/গোষ্ঠী কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ, স্থানীয় ইফা’র মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ ও আজানের সময়সূচিসহ সার্বিক ব্যবস্থাপনার উপর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও করণীয়, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভলান্টিয়ার টিমের সমন্বিত উদ্যোগ,মাদক পাচার-বিপনণ ও সেবনে আইনি ব্যবস্থা গ্রহণ,নাগরিক সেবায় ইউপি সেবা নিশ্চিতকরণ ও বিভিন্ন সরকারি দপ্তরের হালনাগাদ কার্যক্রমের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত আলোচনা সভায় প্রাণিসম্পদ, স্বাস্থ্য, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, নবাগত অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.