পুলিশকর্মীদের জন্য নতুন নিয়ম ঘোষণা: মমতা

সমরেশ রায়, কলকাতা

বৃহস্পতিবার নবান্নে বৈঠক শেষে মুখ্যসচিবকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই পুলিশে ১২ হাজার নিয়োগের পাশাপাশি, পুলিশের প্রশিক্ষণ নিতে নিতেই কাজে যোগ দেওয়ার কথা জানান মমতা।

প্রশিক্ষণ চলতে চলতেই এ বার থেকে কাজে যোগদান করবেন পুলিশকর্মীরা। রাজ্য সরকারের পুলিশে নয়া এই নীতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পন্থকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই পুলিশে ১২ হাজার পুলিশ নিয়োগের ঘোষণার পাশাপাশি, এই সিদ্ধান্তের কথা জানান মমতা।

তিনি বলেন, ‘‘সিকিউরিটি অডিট করে আস্তে আস্তে সব ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হবে। এই তো ১২ হাজার পুলিশে নিয়োগ আটকে ছিল। এখনও সেই অর্ডার আসেনি, সম্ভবত সোমবার সেই অর্ডারটা আসবে। আগে যদি এই নিয়োগগুলো হয়ে যেত, তা হলে আমরা সব নিরাপত্তাই দিতে পারতাম।

পুলিশে রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। কিন্তু আমি বলেছি বেশি টাইম না নিয়ে নিয়োগ করতে।’’ এর পরেই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যারা পিডিজি (পোস্ট গ্রাজুয়েট ডক্টর) করে মনে করুন, এমএস করে, এমডি করে। আমি তাদের বলেছি, তারা পড়াশুনোও করবে। আবার চিকিৎসাও করবে। সে রকম পুলিশের ডিউটিও করবে, এই কাজগুলো করলে তিন মাস, ছ’মাস প্রশিক্ষণ দেওয়ার দরকার নেই। কারণ আমার অত ম্যানপাওয়ার নেই। আমাদের ম্যানপাওয়ার সব জায়গায় দিতে হয়।’’

প্রসঙ্গত, ৯ অগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। বহু ক্ষেত্রে সিভিক ভালন্টিয়ারদের দিয়ে নিরাপত্তার বন্দোবস্ত করায় প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির নিরাপত্তার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছে। সঙ্গে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আবার দু’সপ্তাহের মধ্যেই সব সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার বন্দোবস্ত করার কথা বলেছেন।

আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে আবারও আরজি কর মামলার শুনানি। তার আগে মুখ্যমন্ত্রী রাজ্যের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানালেন। এক দিকে যেমন নতুন পুলিশ নিয়োগের কথা জানালেন। সঙ্গে রাজ্য সরকার যে নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু করেছে, তাও তুলে ধরা হয়েছে।

আবার বেশি সংখ্যায় পুলিশ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণে থাকা পুলিশকর্মীদের ব্যবহারের কথা জানিয়ে রাখলেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

42 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

45 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

52 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

57 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

4 hours ago

This website uses cookies.