স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আরিফুজ্জামান আরিফ (৩৪), পিতা-আরমান সরদার, সাং-সিএন্ডবি আচুয়া তালতলা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে র্যাব-৫।
ঘটনা সূত্রে জানা যায়, বিবাদী সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত। গত ৩১ আগস্ট সন্ধ্যা অানুমানিক ৬.৩০ ঘটিকার সময় রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় আসে।
পরবর্তীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ২.৫ বছরের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং উক্ত ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার বিষয়ে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার এজারনামীয় একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.