নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখা থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে (৪১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় দিনারের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার চৌধুরী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
এই খবরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
জানা যায়, দিনার চোরাচালানসহ নানা অপরাধে জড়িত ছিল। পুলিশ কর্মকর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, কাশেমনগর এলাকার বাসিন্দারা দিনারকে আটক করে পুলিশকে জানালে আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার চৌধুরী। গণবিপ্লবে শেখ হাসিনা সরকারের পতন হলে সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.