ছবি অনলাইন সংগৃহীত
কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ হুসেন (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক মোহাম্মদ হুসেন টেকনাফ উপজেলার ২৬ নম্বর নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমদের ছেলে। ৮-এপিবিএন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
আমির জাফর বলেন, ‘শনিবার মধ্যরাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে।
এ সময় স্থানীয়রা জড়ো হয়ে এগিয়ে গেলে লোকটি পরপর ২টি ফাঁকা গুলি ছোড়ে। পরে খবর পেয়ে এপিবিএনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি ১টি বন্দুক ও ২টি গুলি পাওয়া যায়।’
এপিবিএন কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.