শহীদ হৃদয় তরুয়ার পাশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম
মেহেদী হাসান আসাদ, পটুয়াখালী
ছাত্র জনতার গন অভ্যুত্থানে শহীদ হওয়া হৃদয় তরুয়ার পরিবারের পাশে দাঁড়ালেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
রবিবার ( ২৯ সেপ্টেম্বর) হৃদয়ের পরিবারের সাথে দেখা করেন তিনি।এসময় শহীদ হৃদয়ের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। এসময় তিনি সাংবাদিকদের জানান,‘‘ছাত্র জনতার গন অভ্যুত্থানে হৃদয় আমাদের সবার হৃদয়ে অবস্থান তৈরী করে গেছে। তার রক্তে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সে তার রক্ত দিয়ে স্বাধীনতা দিয়ে গেছে। সে কখনও ভাবেনি তার পরিবারের কি অবস্থা হবে। আজ হৃদয়ের পরিবারের অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। সরকার থেকেও আমাদের দিক নির্দেশনা আছে সকল শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর। আমরা সরকারের দিক নির্দেশনা মেনে চলবো।
এসময় তিনি আরও বলেন,‘‘আবু সাইদ, মুগ্ধ, হৃদয়সহ যারা ২৪ এর গন অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের সবার পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানাই।
যারা অসুস্থ আছেন, যাদের চোখ নাই, হাত নাই পা নাই আমরা তাদের সবাইকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। যাদের যতটুকু সম্বল আছে সেটুকু নিয়ে আমরা ২৪ এর গন অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পাশে দাড়াই।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. হেমায়াত জাহান, প্রক্টর আবুল বাসার, ছাত্র বিষয়ক উপদেষ্টা মো. জিল্লুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুসদের ডিন প্রফেসর আবদুল লতিফ।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.