উলিপুরে তীব্র ভাঙ্গনে আশ্রয় কেন্দ্র ও বসত ভিটা ভূমি অফিস নদীগর্ভে বিলীন। ছবি
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ প্রতিনিধি
কুড়িগ্রামে ধরলা নদীর চলমান তীব্র ভাঙ্গনে বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়েছে।
(৩ অক্টোবর) বৃহস্পতিবার সকালে জানা গেছে, উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ খুদিরকুটি বন্যা আশ্রয়ে কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বৃহস্পতিবার রাতে সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সরকারি কমিউনিটি ক্লিনিক বিলীন হওয়ার ৩ দিন পর ভয়াবহ ভাঙ্গনে খুদির কুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস স্থাপনাটি বিলীন হলে। এলাকাবাসীর ভাঙ্গন দেখে তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়, দেলদার, জাকির হোসেন, শাহানুর, নুর আলম, রতন, মিজানুর রহমান, আমিনুল সহ অনেকে কথা হলে তারা জানান, গত কয়েক দিনের ভাঙ্গনে প্রায় ২ শত পরিবারের বসত ভিটা, কয়েক’শ একর আবাদি জমি,পারিবারিক কবরস্থান বিলীন হয়ে গেছে। অনেকে নিরাপদ স্থানে যাচ্ছেন, ভাঙ্গন কবলিত এলাকার পরিবারগুলো মানবতার সহিত দিন যাপন করছেন ।
ভাঙ্গন রোদে ও ভাঙ্গনে স্বীকার পরিবার গুলোর জন্য পূর্ণবাসনের দাবি জানায় তারা। ভাঙ্গনের শিকার অনেকে কোথায় থাকবে দুশ্চিন্তায় পড়েছে আঙ্গনে শিকার পরিবার গুলো।
বর্তমান ভাঙ্গনের সম্মুখীন হয়েছে খুদির কুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় সহ শত শত বসত বাড়ি ও আবাদি জমি।
এ ব্যাপারে বৃহস্পতিবার ৩ আগস্ট উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান বেগমগঞ্জে ভাঙ্গন কবলিত এলাকায় সব সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং আমাদের লোক পাঠাচ্ছি সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা যায় তা আমি ইনশাল্লাহ করব ও করে যাচ্ছি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, সব সময় খবর নিচ্ছি। ভাঙ্গন রোধে এ পর্যন্ত সাড়ে আট হাজার জিও ব্যাগ ফেলানো কাজ চলমান রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.