ময়মনসিংহে পার্সেল উত্তোলনে ইয়াবা সহ আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসারদের সফল অভিযানে ৯০০ পিছ ইয়াবাসহ ০২ জন আসামীকে আটক করে।

উপ-পরিচালক খোরশিদ আলম বলেন, নগরীর বড় বাজার একালায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ ময়মনসিংহ শাখা হতে কতিপয় ব্যক্তি ইয়াবার চালানের একটি পার্সেল উত্তোলন করতে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১০/২০২৪ আমার নেতৃত্বে একটি রেইডিং পার্টি উক্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সকাল ১০.৩০ ঘটিকায় উপস্থিত হয়ে পার্সেল উত্তোলনকারী ব্যাক্তিদের আটকের উদ্দেশ্যে ছদ্মবেশে অবস্থান নেয়।

কতিপয় দুইজন ব্যাক্তি মোটরসাইকেলযোগে এসে উক্ত কুরিয়ার সাভির্সের ২য় তলায় ই-কমার্স কাউন্টার নং-০৪ এর সামনে হতে সন্দেহজনক পার্সেলটি গ্রহণ করার পর সময় ৬.৩০ ঘটিকায় তাদের কে ঘেরাও পূর্বক আটক করে ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে ব্যাক্তিদ্বয়কে তাদের নাম জিজ্ঞাসা করলে তারা জানায় একজন ফৈজিমাওলা ওরফে ফয়েজ(২৮), আশরাফুল আলম ওরফে, রাকিব(৪১)কে পার্সেল এর ভেতরে কি আছে জানতে চাইলে ইয়াবার সততা স্বীকার করে। আটককৃত ফৈজিমাওলা ফয়েজ, নান্দাইল উপজেলা বনগ্রাম গ্রামের শামছুল হকের ছেলে, আফরাফুল আলম রাকিব গফরগাঁও উপজেলার উথুরি গ্রামের আফাজ উদ্দিন এর ছেলে।

তিনি আরো বলেন, উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীর নিয়ম কানুন প্রতিপালন পূর্বক ০১ নং আসামী মোঃ ফৈজিমাওলা ওরফে ফয়েজ এর দেহ তল্লাশী করে তার ডান হাতে ধরা অবস্থায় Netis নামীয় Router এর বক্সের ভিতর ০৪ টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর লালচে বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট প্রতি প্যাকেটে ২২৫ (দুইশত পঁচিশ)পিস করে মোট(২২৫×৪) =৯০০ (নয়শত) পিস, ওজন ৯০ (নব্বই) গ্রাম একই বক্সের ভিতর সাদা রংয়ের Netis নামীয় Router ০১ টি,পরিহিত প্যান্টের বাম পকেট হতে oppo A78 নামীয় Android মোবাইল সেট ০১ টি যার মডেল নং-CPH2565 Samsung নামীয় বাটন মোবাইল সেট ০১ টি, যার মডেল নং- SM B310E ডান পকেট হতে মোটরসাইকেলের রিমোর্ট ০১ টি ও মাদক বিক্রিত বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা নগদ ২০,১০০/- (বিশ হাজার একশত) টাকা কুরিয়ার সার্ভিসের সামনে হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো- ল-৩১-৫১৩২ নম্বর বিশিষ্ট ১৫০ সিসি Suzuki GSXS নামীয় হলুদ রংয়ের মোটরসাইকেল ০১ টি, যার ইঞ্জিন নং – CGA2-1D609069 এবং চেসিস নং-MH8DL22ANKJ900946 উদ্ধার ও জব্দ করা হয়।

আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের সাহায্য সহযোগিতায় ইয়াবার ব্যবসা করে আসছে। তারা ইতোপূর্বে একাধিকবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ট্যাবলেটের চালান এনে বিক্রি করেছে।

পরবর্তীতে উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম আরো জানায় মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলমান ও জেলার প্রতিটি কুরিয়ার সার্ভিস নজরদারির মধ্যে আছে যাতে করে কোন মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ ও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

42 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

45 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

51 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

57 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

4 hours ago

This website uses cookies.