ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জে অগ্রণী ব্যাংকের রামদিয়া শাখার কর্মকর্তা মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহারে বলা হয়, মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, তিনি গোপালগঞ্জের অগ্রণী ব্যাংকের রামদিয়া শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে ২০২১ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২২ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ১৯ জুলাই পর্যন্ত ওই শাখায় সঞ্চয়পত্র ইস্যুর দায়িত্বে থেকে ১৫ জন গ্রাহকের সঞ্চয়পত্র ইস্যু না করে তাদের হিসাব বিকলন করে মোট ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
সোমবার (৭ অক্টোবর) মামলাটি দায়ের করেন দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন হোসেন।
এছাড়া তিনি ওই শাখার মোট ৫১ জন গ্রাহকের হিসাব খোলার সময় ভাউচারের মাধ্যমে জমা করা প্রাথমিক জামানতের অর্থ বাবদ মোট ৫৯ হাজার ৬০০ টাকা সংশ্লিষ্ট হিসাবে জমা না করে আত্মসাৎ করেছেন।
অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় আরও দেখা গেছে, ব্যাংকের নিরাপত্তাকর্মী ও তার হিসাব ব্যবহার করে ৩০ হাজার ৭০০ টাকা মিন্টু বিশ্বাস আত্মসাৎ করেন। এসব কারণে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য দুদক অনুমোদন দিলে মামলাটি দায়ের করা হয়।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.