ভ্রাম্যমান প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদের অফিস সহায়কের বিরুদ্ধে এডিপি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী এডিপি প্রকল্পের চেয়ারম্যান শাহানাজ পারভীন গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
উপজেলা পরিষদের অফিস সহায়ক ফয়জার রহমান প্রকল্পের চেকের টাকা ব্যাংক থেকে উত্তোলনের কথা স্বীকার করে বলেন, শাহানাজ পারভীনের উপস্থিতিতে সাবেক নারী ফোরামের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা বেগমকে ব্যাংকের মধ্যেই উত্তোলনকৃত টাকা প্রদান করি। টাকা নিয়ে নারী ফোরামের কমিটির সদস্যদের সমস্যা। তারা নিজেরা সমাধান না করে উল্টো আমার ওপর দোষ চাপাচ্ছেন। বিষয়টি তদন্ত করলেই বেড়িয়ে আসবে।
ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮, ৯ ওয়ার্ডের সদস্য ও এডিপি প্রকল্পের চেয়ারম্যান শাহানাজ পারভীন জানান, পূর্বে বিভিন্ন প্রকল্পের টাকা ব্যাংক থেকে তুলে এনে ফয়জার রহমান আমাদের দিতেন। এই বিশ্বাসে তাকে ১ লাখ ১৩ হাজার টাকার চেক দিয়ে ব্যাংক থেকে টাকা আনতে বলেছিলাম। এই প্রকল্পটি উপজেলা নারী ফোরামের। ওই টাকা দিয়ে ১১ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন কিনে দেয়ার কথা ছিল। কিন্তু ফয়জার রহমান প্রকল্পের টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাত করায় আমি বিপদে পরেছি। এ কারনে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।
এ বিষয়ে সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রিপা সরদার জানান, চিকিৎসা জনিত কারনে এলাকার বাহিরে আছি। ওই প্রকল্পের টাকা অফিস সহায়কের কাছেই আছে। তিনি আরও বলেন, ফিরে গিয়ে প্রকল্প চেয়ারম্যানকে সাথে নিয়ে বিষয়টি সমাধান করে দিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.