টানা তিন ম্যাচেই রোনালদোর গোল, এগিয়ে গেল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

পর্তুগালের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জয়ের পথে এগিয়ে গেল পর্তুগাল। শনিবার (১২ অক্টোবর) নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল।

ম্যাচের বেশকিছু সুযোগ হাতছাড়া করার পর পর্তুগাল প্রথম লিড নেয় ২৬তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেজ ম্যাচের আগেই বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে ফর্মের ছায়া জাতীয় দলে পড়তে দেবেন না। সেটি অক্ষুণ্ন রেখেই হেড পাস দিয়ে সফলতা এনে দেন এই মিডফিল্ডার। সেই পাস পেয়ে বার্নার্দো সিলভা বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন।

পোল্যান্ডের ওয়ারশতে খেলতে নেমে সবদিক থেকেই দাপট দেখিয়েছে সফরকারী পর্তুগাল। তাদের দখলে বল ছিল ৬৩ শতাংশ। এ ছাড়া ১৮টি শট নিয়ে ৬টি রাখতে পারে লক্ষ্যে। অন্যদিকে, ১২টি শটের মধ্যে ৪টি লক্ষ্যপথে ছিল পোল্যান্ডের।

৩৭তম মিনিটে পর্তুগিকদের দ্বিতীয় লিড এনে দিচ্ছিলেন রাফায়েল লেয়াও। একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে, আরেক জনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এই এসি মিলান ফরোয়ার্ড। তার শটটি ফিরে আসে গোলপোস্ট থেকে। যা নেশন্স লিগের তিন ম্যাচে টানা তৃতীয় গোল। তবে পোলিশদের বিপক্ষে গোল পেলেন ১৭ বছর পর।

দ্বিতীয়ার্ধে আবারও সুযোগ পেয়েছিলেন আল-নাসর তারকা। তবে তিনি নিজে শট না নিয়ে বাড়ান ব্রুনোর কাছে, কিন্তু এই মিডফিল্ডার লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হয়েছেন। এর একটু পরই ফের ইউনাইটেড তারকা শট চলে যায় বাইরে দিয়ে। মাঝে গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভান্ডফস্কি। ম্যাচজুড়েই নিজের ছায়া হয়ে ছিলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ এই গোলদাতার গোল দাঁড়ালো ১৩৩টিতে, আর পেশাদার ফুটবলে ৯০৬। স্বাগতিক পোল্যান্ডের সেই ব্যবধান কমানোর কাজটাও ভেস্তে যায় ৮৮ মিনিটে নিজেদের ভুলে। প্রতিপক্ষের বল আটকাতে গিয়ে ডিফেন্ডার ইয়ান বেদনারেক নিজেদের জালে বল জড়িয়ে বসেন।

ফলে ৩-১ গোলে জয় নিয়ে রোনালদো-সিলভারা জয় উদযাপনে মাতে। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া ও ৩ পয়েন্ট পাওয়া পোলিশদের অবস্থান তিনে।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

3 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

10 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

10 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

10 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

10 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

12 hours ago

This website uses cookies.