রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ১৪ অক্টোবর, ২০২৪ তারিখ বিশ্ব মান দিবস World Standards Day)। ৩ টি আন্তর্জাতিক মান সংস্থা- ISO, IEC ও ITU এর সাথে একাত্ন হয়ে ১৭২ টি দেশে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় ’SHARED VISION FOR A BETTER WORLDSTANDARDS FOR SDGs’ যার ভাবার্থ ‘সমন্বিত উদ্যোগে উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল ১৪ অক্টোবর, ২০২৪ রবিবার, সকাল ১১:০০ ঘটিকায় বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শুধুমাত্র পণ্যের পরিমানকে প্রাধান্য না দিয়ে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। টেকসই উন্নয়ন, টেকসই শিল্পায়ন ও বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ অতীব জরুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স), বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ। বক্তব্যে তিনি খাদ্যে ভেজাল ও ওজনে কম প্রদানকারী সকলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান এবং জনসাধারণকে সাথে নিয়ে এ ধরণের গুরুতর অনিয়ম প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মোহাঃ যোবায়ের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী তার বক্তব্যে বলেন, ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সহায়তা করা হচ্ছে এবং ভবিষ্যতেও সব ধরণের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী। তিনি বলেন আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছি বিধায় আমাদেরকে ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিকভাবে প্রতিদ্বন্বিতা করতে হবে। ব্যবসায়ী সংগঠন হিসেবে ভেজাল ও ওজনে কারচুপি রোধে সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম. এ. রাশেদ কবির ; ডিপার্টমেন্ট অব ফিন্যান্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি তার বিশেষজ্ঞ বক্তব্যে বলেন, এ বছর মান দিবসের প্রতিপাদ্যে এসডিজির গোল-৩ (Good Health & well being) অর্থাৎ স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে। স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থা, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগ করেছে নতুন মাত্রা। এ সম্পর্কে তিনি বিস্তারিত বিবরণ দেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব জহুরা সিকদার, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। সভাপতি তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের জন্য শিল্প খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমন্বিত উদ্যোগে সবাই মিলে একসাথে কাজ করলে টেকসই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
আলোচনা সভায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিল্প-কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মহানগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.