আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মুম্বাইয়ের মালাদে একটি অটোরিকশাকে তার গাড়িতে আঘাত করা নিয়ে বিরোধের পর ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে একদল লোক পিটিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী আকাশ মাইন। ঘটনার সময় ওই যুবক তার বাবা-মায়ের সঙ্গেই ছিলেন।’
গাড়িতে ধাক্কা দিয়েছিল এক অটোরিকশা। আর এরই জেরে সৃষ্ট বিবাদের একপর্যায়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল লোক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাদে। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভি বলছে, গত শনিবার সন্ধ্যায় পুষ্প পার্কের কাছে ওভারটেক করতে গিয়ে আকাশের গাড়িকে ধাক্কা দেয় এক অটোচালক। এটি নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়, যার পরে অটো চালক চলে যায় বলে দিন্দোশি পুলিশ জানিয়েছে। তবে অটো চালকের সমর্থনে ঘটনাস্থলে জড়ো হওয়া জনতা আকাশকে মারধর করে।’
এক ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক আকাশকে মারধর করছে। তবে তার বাবা সেসময় ওই লোকদের দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি ছেলেকে রক্ষার মরিয়া প্রচেষ্টায় আকাশের মা ঢালের মতো করে তার শরীরের উপর শুয়ে পড়েন।’
একজন কর্মকর্তা বলেছেন, “মাইনকে লাথি ও ঘুষি মেরে গুরুতর জখম করে ফেলেছিল। পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা রোববার ছয়জনকে এবং সোমবার আরও তিনজনকে আটক করেছি।’
তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হত্যা এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।” এই ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। আগামী ২২ অক্টোবর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হবে।’’
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.