মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
“স্বাস্থ্য সুরক্ষার পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি, আলোচনাসভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল ১১ টায় একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে হাত ধোয়া প্রদর্শনীতে মিলিত হয়। এরপর হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপজেলা সমবায় কার্যালয় এর ফ্যাসিলিটেটর মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তানভীর আহম্মেদ, কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী নায়েব আলী খান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আহামদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কম্পিউটার অপারেটর মোঃ রন্জু মিয়া ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোল্যন্ড গমেজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নায়েব আলী খাঁন তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে হাত ধোয়ার পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে। শিশু স্বাস্থ্য সুরক্ষাসহ পারিবারিক ও সামাজিক আন্দোলনের গুরুত্বে বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার, নিয়মানুবর্তিতা ও কায়িক পরিশ্রমের কারণে বৈশিখ কোভিড-১৯ এ আমাদের শতকরা মৃত্যুর হার নাগালের মধ্যে ছিলো। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মীয় অনুশাসনের তথা সুস্বাস্থ্যের অপরিহার্য অংশ। অপরিষ্কার হাতে শরীরের স্পর্শকাতর অংশে হস্ত সংযোগ না করাই ভালো যাতে সংক্রামক ও ছোঁয়াচে ব্যাধী থেকে পরিত্রাণ পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক দূর্যোগ ব্যাবস্থাপনা প্রশমনে স্থানীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিশেষ প্রদর্শনী ব্যাবস্থা করেন।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.