স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক শুভ সরকার নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। প্রেমিকা পপি খাতুন (২১) নামে এক পোশাক শ্রমিক তরুনী অনশন করছে।তরুণীর অভিযোগ, বিয়ের কথা বলে বাড়িতে ডেকে এনে শুভ সরকার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
অনশনকারী প্রেমিকা উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের দিনমজুর আব্দুস সামাদ এর মেয়ে বলে জানা গেছে। শুভ সরকার একই গ্রামের আবু সাইদের ছেলে।
এ বিষয়ে তরুণী বলেন, প্রায় দুই বছর যাবত তিনি ঢাকার আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টস পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে একই গ্রামের মৃত আবু সাইদ এর ছেলে শুভ মিয়ার (২৫) সঙ্গে পপি খাতুনের প্রায় দেড় বছর আগে পরিচয় হয় এবং পরবর্তীতে সেই পরিচয় দুইজনের মধ্যে প্রেম ও ভালোবাসায় পরিণত হয়।
শুভ তাকে বিয়ে করার কথা দিয়ে দেড় বছর ধরে যখন-তখন তার সাথে স্বামী-স্ত্রীর মতো ব্যবহার করতে থাকে। অবশেষে কয়েকদিন আগে শুভ তাকে বিয়ে করার কথা বলে পপি খাতুনের বাসায় তার সাথে রাত্রি যাপন করে।
তিনি আরো জানান, শুভ আমাকে বিয়ের কথা বলে আমার কাছ থেকে প্রায় পর্যায়ক্রমে ৫ লক্ষ টাকা নিয়েছেন। টাকা ও বিবাহের কথা বললে শুভ বলে এবারের পূজার ছুটিতে আমরা বিয়ে করবো, কিন্তু শুভ পপি খাতুনকে না জানিয়ে গোপনে গ্রামের বাড়িতে চলে আসে। ফলে প্রেমিকা পপি খাতুন গত সোমবার (১৪ই অক্টোবর) বিকাল অনুমান ৪ টার দিকে শুভর গ্রামের বাড়ি মরিচতলা এসে বিয়ের দাবিতে অনশনে বসেন।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় সরেজমিন দেখা গেছে, তরুণী প্রেমিক শুভর ঘরের বারান্দায় অনশনে বসেছেন। এর আগে সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় তরুণী তার প্রেমিক শুভর বাড়িতে এসেছে। কিন্তু তিনি বাড়ি আসার পর শুভ পালিয়ে গেছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বিবাহর দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে বিষয়টা সংবাদ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.