স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পাইপ গান, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও চারটি হাঁসুয়া উদ্ধার ও এমদাদুল হক (৩৪) নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘিপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে মামলা করেছে।
তিনি উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের ফুলকোট গ্রামের আশরাফ আলীর পুত্র । তিনি বেসরকারি প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, এমদাদুল হক বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি প্রাণ কোম্পানির মার্কেটিং ম্যানেজার।
যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালান। ঘরে তল্লাশি করে একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি চায়না রাইফেলের গুলির খোসা, পাঁচটি ককটেল, চারটি বড় হাঁসুয়া ও একটি ছোরা পাওয়া যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.