মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ৪ ঘটিকায় পৌরএলাকার লক্ষিখোলায় ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরাআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন পৌর গোরস্থান মসজিদের ইমাম সাইফুল ইসলাম। এরপর ছাত্রদল নেতা হাফিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আলী আকবর (আলী)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক-দলের সদস্য সচিব সাইদ-উজ্জামান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান (টুটুল)। পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মিঠুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর রহমান লিমন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু হাসান, জহিরুল ইসলাম, হৃদয় চন্দ্র দে, আমির ফয়সাল, এ এস এম রায়হান ভুইয়া টিপু সুলতানসহ বিএনপির অঙ্গ সহযোগী সঙ্গঠনের কর্মীবৃন্দরা।
সাইদ-উজ্জামান সাঈদ তার বক্তব্যের শুরুতে প্রয়াত বর্ষিয়ান নেতা এ. কে. এম. মোশারফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন সেই সাথে আগামী নির্বাচনে দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু কে ময়মনসিংহ ৫ আসনের এমপি হিসেবে নির্বাচিত করতে সকলের প্রতি উদারতা আহ্বান জানান।
এ. কে. এম. মোশাররফ হোসেন একজন বর্ষিয়ান বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। মোশাররফ হোসেন ১৯৩৭ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার কান্দিগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিনি জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনামলে আমলাতান্ত্রিক দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ১৯৯৬ থেকে ২০০১ সালে ময়মনসিংহ-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি অক্টোবর ২০০১ থেকে জুন ২০০৫ পর্যন্ত প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে জড়িত হওয়ার পূর্বে তিনি শিল্পসচিব ও বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর তার কোভিড-১৯ ধরা পড়লে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ অষ্টোবর রাত সাড়ে আটটায় তিনি সেখানেই মৃত্যু বরণ করেন, এ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভূগছিলেন। মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আয়োজন শেষে প্রায় পাঁচশতাধিক সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
This website uses cookies.