চাকরিচ্যুত ২০ কর্মকর্তা, শরীয়তপুরে পল্লী বিদ্যুতের ব্লাক আউট কর্মসূচি

শরীয়তপুর প্রতিনিধি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে শরীয়তপুরে বিভিন্ন স্থানে বিদ্যুতের ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়েছে।‘এতে জড়িত থাকায় বিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত ও দশ কর্মকর্তার নামে মামলা দেয়ার অভিযোগে বিকাল তিন টা থেকে শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল থেকে ৬টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।’ এঘটনায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ সরবরাহ বিকাল সাড়ে ৫ টায় চালু করা হয়।’

বৈঠকে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর শরীয়তপুরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জুবায়েব, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলতাপ হোসেন, নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হয়।’

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সেলিম হাসান ও জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমাদের কর্মকর্তাদের চাকুরি পুর্নবহাল ও দশ কর্মকর্তার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ সকল যৌক্তিক দাবি না মানলে সারাদেশে ব্লাক আউট ও ঢাকামূখী লং মার্চ সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এব্যাপারে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার ঘোষ বলেন, বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আশ্বস্ত করেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন বলে জানিয়েছেন। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা বিদ্যুৎ চালু করেছি।’

এ ব্যাপারে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন বলেন,পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের পর তারা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।’

প্রলয় ডেস্ক

Recent Posts

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…

2 hours ago

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

4 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

6 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

6 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

6 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

6 hours ago

This website uses cookies.