দু’শ’ বছরের বিখ্যাত “মন্ডা” পুরাতন পদ্ধতিতে তৈরী হচ্ছে মুক্তাগাছায়

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৮২৪ সালে রামগোপাল পাল প্রথম তৈরী করেন মণ্ডা। এই মন্ডা তৈরীর রেসিপি তিনি পেয়েছিলেন স্বপ্নে। সেই থেকে শুরু। এখনো এই জগৎ বিখ্যাত মন্ডা তৈরী হচ্ছে ২০০ বছরের পুরাতন পদ্ধতিতেই। দুধ চিনির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে মণ্ডার দাম। তাতেও কমেনি মণ্ডাপ্রেমীদের ভীড়।

ঐতিহ্যবাহী মণ্ডা খেতে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন মুক্তাগাছায়। ২৬তম জি আই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে মুক্তাগাছার মণ্ডা। বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পালের ভ্রাতৃদ্বয় এই মিষ্টির ব্যবসা পরিচালনা করলেও দুইশত বছরের ঐতিহ্যের এই মণ্ডার জনক রাম গোপাল পাল।

মুক্তাগাছা থানার তারাটী গ্রামের নিবাসী গোপাল পালের তৈরীকৃত এই মিষ্টান্নের প্রথম স্বাদ গ্রহণ করেছিলেন তৎকালীন মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী। এরপর এটি জমিদারবাড়ির দৈনন্দিন খাবারের তালিকায় জায়গা করে নেয়। জমিদারেরা উপহার হিসেবে বিশিষ্টজনদের কাছে মন্ডা পাঠাতেন।

জানা গিয়েছে, গোপাল পাল তার স্বপ্নে প্রায়ই এক সাধুর দেখা পেতেন। স্বপ্নে সাধু তাকে মণ্ডা তৈরির নিয়মাবলি শেখাতেন। এরপর গোপালকে সাধু বলেছিলেন, “তুই এই মণ্ডার জন্য অনেক খ্যাতি অর্জন করবি।” এই স্বপ্নের আক্ষরিক সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও শৈল্পিক সত্যতা নিয়ে প্রশ্ন নেই।

গোপাল পালের বংশধর মিথুন পাল দৈনিক প্রলয়কে বলেন, পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে সকল ধরনের কলাকৌশল ব্যবহার করে যাচ্ছি। এমনকি পুরাতন কারিগরের কাছ থেকে শিক্ষা নিয়েই মণ্ডা তৈরি করা হয়। ছানার সন্দেশের মতন এই মিষ্টি তৈরি-করণে ব্যবহার করা হয় দুধের ছানা ও চিনি। সারাবছর চিনির সাদা মণ্ডা বিক্রি হয় ৭০০ টাকা কেজি দরে।শীতের মৌসুমে চাহিদা বাড়ে খেজুরের গুড়ের তৈরী মন্ডার। যা বিক্রি হয় ৮০০ টাকা কেজি দরে। কেজিতে অন্তত ২০টি মণ্ডা থাকে।

মণ্ডা খেতে আসা অনেকেই জানান, মিষ্টির থেকে মণ্ডা তাদের কাছে বেশি ভালো লাগে। ঐতিহ্যবাহীতার সাথে এর স্বাদের কোন পরিবর্তন ঘটেনি। রাজবাড়ী ঘুরতে এসে এই মিষ্টান্নের স্বাদ নিতে না পারলে ভ্রমণ বৃথা।

স্থানীয়রা বলেন, জমিদার কাল থেকে এই এলাকায় মণ্ডা হয়ে আসছে। তাদের ছোটবেলা থেকেই এই মিঠাইয়ের সঙ্গে পরিচয়। তবে এর দাম প্রতিবছর অযুক্তিকভাবে বৃদ্ধি করা হয়। প্রশাসন থেকে একবার জরিমানা ও দাম কমিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছিল, সাবেক উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান অভিযান পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানাও করেছিলেন, আমরা খুশিও হয়েছিলাম। আমাদের অতিথি আপ্যায়নে সবসময়ই মন্ডা থাকে।

মাওলানা ভাসানি, শেখ মুজিবুর রহমান, প্রতিবেশী দেশ ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এমনকি ব্রিটেনের রানি এলিজাবেথ নিজেও মুক্তাগাছার মন্ডা খেয়ে প্রশংসা করেছিলেন। বর্তমানেও এর সুখ্যাতি ছড়িয়ে রয়েছে দেশ ও দেশের বাইরে।

প্রলয় ডেস্ক

Recent Posts

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

25 seconds ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

2 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

3 hours ago

রিজন হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…

3 hours ago

কুড়িগ্রামে তিনজনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…

4 hours ago

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…

4 hours ago

This website uses cookies.