নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে অনুদান পেতে মন্ত্রণালয়ে জমা

পঞ্চগড় প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয়সহ আর্থিক অনুদান পেতে পঞ্চগড় জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করার ঘটনা ঘটেছে। দেখা গেছে, কর্মকর্তাদের অফিসিয়াল প্যাড, লোগো, সীল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়ন বানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জমা করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এমন জালিয়াতির ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তবে ঘটনার পর থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সবাই।

উপজেলা প্রশাসন বলছে, শিক্ষা কর্মকর্তাকে অবগত করে ইতিমধ্যে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা যায়, জেলার ৫ উপজেলায় স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪৮১টি। আর এসকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলতি বছরের বিভিন্ন সময়ে মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আর্থীক অনুদান পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) কাছে প্রত্যায়নের আবেদন করে। তার মধ্যে যাচাই-বাছাইয়ে রেজিষ্টার ভুক্ত করে কয়েকটি বিদ্যালয়কে প্রত্যায়ন প্রদান করে ইউএনও’রা। এর মাঝে একটি সেই সিল ও স্বাক্ষর জাল করে তাদের মাধ্যমে মন্ত্রণালয়ে সেই আবেদন আবারো জমা করে। মন্ত্রণালয় থেকে আরেক দফা যাচাই-বাছাইয়ে অবগত করলে জালিয়াতির বিষয়টি সামনে আসে উপজেলা প্রশাসনের।

জালিয়াতির বিষয়ে কথা হয় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনের সাথে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন করার জন্য পঞ্চগড় সদর উপজেলা থেকে ২টি প্রতিষ্ঠানকে প্রত্যায়ন পত্র দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে জানিয়েছে সেখানে ৮টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে ৬টি আবেদন জাল পাওয়া গেছে। সেগুলোতে দেখা গেছে প্যাড, লোগো, সীল ও স্বাক্ষর এবং স্বারক নকল করা হয়েছে। বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এবং ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করার দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জন্য আগামী ১০ দিনের সময় দিয়ে বিদ্যালয় গুলোকে শোকজ করা হয়েছে।

জেলার বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে অফিসিয়ালি ভাবে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রত্যায়ন দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে দুইদিন আগে জানানো হয়েছে সেখানে আর্থীক অনুদানের জন্য ৯টি আবেদন জমা হয়েছে। এর পর সেগুলোর কপি পাঠালে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হই। এখন আবেদনগুলো স্থগিত রেখে তদন্তে শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়।

 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী বলেন, আমার দায়িত্বের উপজেলা থেকে মন্ত্রণালয়ে ১০টি অনুদানের আবেদন জমা হয়েছিল বলে মন্ত্রণালয় জানায়। প্রাথমিক যাচাইয়ে বিষয়টি আমাদের অবগত করলে আমরা ১টি প্রত্যায়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছি, এবং সেই প্রতিষ্ঠানের নাম জানিয়েছি। দেখা গেছে বাকি ৯টি আবেদন আমার প্যাড, লোগো, সীল ও স্বাক্ষর এবং স্বারক নকল করে মন্ত্রণালয়ে জমা করেছে। পরে শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের ডেকে মৌখিক ভাবে জালিয়াতির বিষয়টি অবগত করা হয়। এর পর কোন শিক্ষকের সঠিক উত্তর পাওয়া যায় নি। এদিকে ফাইল বিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো মাধ্যমে মন্ত্রণালয়ে জমা করার কোন সুযোগ নেই। যেহেতু ছুটির দিন পড়ে গিয়েছে তাই আমরা এর সঠিক কারণ দর্শানোর জন্য আগামী রোববার (২০ অক্টোবর) লিখিত আকারে তাদের শোকজের নোটিশ করবো। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে আমি প্রত্যায়ন পত্র দিয়েছি। কিন্তু মন্ত্রণালয় বলছে ৬টি আবেদন জমা হয়েছে। আমার দেয়াগুলো নিশ্চিত করতে আমার কাছে থাকা পূর্বের ৩টি কপি আবার মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন দেখা গেছে অন্য ৩টি আবেদন জাল। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাকে অবগত করে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে দেবীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন বলেন, এখন পর্যন্ত এমন জালিয়াতির কোন খবর পাই নি। জালিয়াতির এমন বিষয় অবগত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

8 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

11 hours ago

This website uses cookies.