আইডি হ্যাক করে ব্ল‍্যাকমেইলিং, হ্যাকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি হ্যাক করে একান্ত ব্যাক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল‍্যাকমেইলিং করে আসছিলেন এক যুবক। অবশেষে ব্ল‍্যাকমেইলার যুবককে গ্রেফতার করেন সিআইডি। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রেস রিলিজ প্রেরণ করা হয়।

গণমাধ্যমে প্রেরিত প্রেস রিলিজ থেকে জানাযায়, গত ২০২১ সালের নভেম্বর মাসে ভিকটিম তানিয়ার (ছদ্মনাম) ফেসবুক ম্যাসেঞ্জারে একটি লিংক আসে। লিংকে ক্লিক করে না বুঝেই তার ফেসবুক ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তানিয়া। ঠিক তখনই ঘটে বিপত্তি, তানিয়ার ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে যায় হ্যাকার এর দখলে।

হ্যাকার তানিয়ার ফেসবুক থেকে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। পরবর্তীতে হ্যাকার তানিয়ার ব্যক্তিগত ছবি তার আত্মীয় স্বজন ও পরিচিত লোকদের মাঝে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে কৌশলে হ্যাকারের পরিচয় গোপন করার জন্য ক্রিপ্টোকারেন্সিতে টাকা হাতিয়ে নেয়। এরপরেও যখন টাকার দরকার হত তখনই তানিয়াকে ব্ল্যাকমেইল করত।

ধানমন্ডি থানার মামলার ও ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ছায়া তদন্ত করে হ্যাকারকে সনাক্তপূর্বক বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে আসামী রাশেদুল ইসলাম (২৭), পিতাঃ নিজাম উদ্দিন, সাং- চুনারচর, মেহেন্দিগঞ্জ, বরিশালকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামী আরো জানায় সে আরো ৪/৫ জন মেয়েকে একই ভাবে ব্ল্যাকমেইল করেছে। গ্রেফতারকালে তার দখল হতে অপরাধে ব্যবহৃত ০১ (এক) টি মোবাইল, ০৪ টি সিম কার্ড, ০১ টি ল্যাপটপ এবং ০১ টি পেনড্রাইভ জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত ধানমন্ডি থানায় হস্তান্তার করা হয়েছে।

ফেইসবুক ম্যাসেঞ্জারে অপরচিত লোকদের কাছ থেকে আসা কোন লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে লগইন কর সাইবার পুলিশ সেন্টারের বরাতে প্রেস রিলিজে বলা হয়,

এবং কোন স্পর্শকাতর ছবি ডিজিটাল ডিভাইস বা মাধ্যমে সংরক্ষন করা ঠিক না। কেহ এ ধরনের ব্ল্যাকমেইলের স্বীকার হলে যত দ্রুত সম্ভব সাইবার পুলিশ সেন্টার, সিআইডির সহায়তা নেওয়ার পরামর্শ প্রদান করা হল।

সাইবার পুলিশ সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকে সাইবার স্পেসে সংঘটিত যেকোন অপরাধ নির্মূল ও প্রতিরোধ করার লক্ষ্যে নিয়মিতভাবে সাইবার পেট্রোলিং ও মনিটরিং করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

1 hour ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

1 hour ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

1 hour ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

1 hour ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

1 hour ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

1 hour ago

This website uses cookies.