ইসলামী ব্যাংক অব “জাম্বিয়া” প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

আজ মসজিদ সমাজ বাংলাদেশ এর অঙ্গ প্রতিষ্ঠান “ইসলামী ব্যাংক জাম্বিয়া” প্রতিষ্ঠা করার বিষয়ে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ধানমন্ডির একটি অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা ইসলামী ব্যাংক অব জাম্বিয়া প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেছেন। বাংলাদেশ ও আফ্রিকায় ব্যাংকের পরিচালনা পদ্ধতি এবং আফ্রিকার জনগণের অর্থনৈতিক উন্নতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশের তরুণ বেকারদেরকে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে লক্ষ লক্ষ বিঘা জমিতে কৃষিকাজসহ বিভিন্ন কাজে নিয়োজিত ও পুনর্বাসন করা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।’

আফ্রিকার জনগণের দস্যুতার ব্যাপারে বিশেষ করে সোমালিদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে ডক্টর আসিফ এস মিজান বলেন, আমরা যতটুকু শুনি তা আসলে সত্য নয়। আফ্রিকান জনগণ যথেষ্ট পরিমাণে শান্তিপ্রিয় এবং নিরীহ প্রকৃতির। তারা বিশেষ করে বাংলাদেশের মতো লোকদেরকে অত্যন্ত বিশ্বাস করে ও ভালোবাসে।‌’

মোহাম্মদ ন‌ওয়াব আলী ভূঁইয়া ইসলামী ব্যাংক জাম্বিয়ার রেজিস্ট্রেশন পাওয়ার ইতিহাস তুলে ধরে বলেন, জাম্বিয়ার তাবলীগের মুরব্বি ব্যাংকের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে সহযোগিতা করেছেন, এমনকি যাবতীয় খরচ বহন করেছেন। ইসলামী ব্যাংক অব জাম্বিয়ার মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ ব্যাংক, আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের ২১ টি কৃষি ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিয়ে কৃষক-শ্রমিক পাঠানোর ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে সম্মত হয়েছিলেন।’

আরএসবি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার আফ্রিকার দেশগুলোতে সমাজ ও মসজিদ ভিত্তিক উন্নয়নে ইসলামী ব্যাংক অব জাম্বিয়াকে কাজে লাগানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।’

বুদ্ধ ধর্মের প্রতিনিধি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত বোর্ড অব ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া বলেন, দুনিয়ায় অল্পদিনেই আমরা বেঁচে থাকবো। আমাদের কর্মকাণ্ডগুলো এই পৃথিবীতে থেকে যাবে। সুতরাং চলে যাওয়ার আগে পৃথিবীতে আমাদের এমন কিছু কাজ করে যাওয়া উচিত, যা মানবতার কল্যাণে যুগ যুগ ধরে চলতে থাকবে।’ মসজিদ সমাজ বাংলাদেশ ও ইসলামী ব্যাংক অফ জাম্বিয়া অবশ্যই পৃথিবীতে আমাদের রেখে যাওয়া একটি ভালো ও কল্যাণমূলক কাজ হিসেবে পরিগণিত হবে।’

গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, মসজিদ সমাজ বাংলাদেশ এর সম্মানিত সভাপতি এবং আল আরাফা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া, আফ্রিকার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত দারুস সালাম ইউনিভার্সিটি এর ভাইস চ্যান্সেলর ডক্টর আসিফ এস. মিজান, বাংলাদেশ বুদ্ধিস্ট রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত বোর্ড অফ ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া, আরএসবি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ সরকার রুবেল, ভাওয়াল ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত মহাসচিব নাজিফ মাহবুব, মানবিক বিশ্ব এর সম্মানিত সভাপতি ডক্টর শরীফ সাকী, বিশিষ্ট সমাজকর্মীও এক্টিভিজ ডাক্তার এটিএম দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি প্রথম সারির কর্মকর্তা তাজুল ইসলাম, DOLA এর সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ বেলাল উদ্দিন এফসিজিএ, বিশিষ্ট ব্যবসায়ী ও সফল নারী উদ্যোক্তা রওশন আরা, বিশিষ্ট ব্যবসায়ী ও জামাল উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রাকিব প্রধান প্রমুখ।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

23 minutes ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

7 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

7 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

7 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

7 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

9 hours ago

This website uses cookies.