নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী চাঁদ মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই নির্দেশ দেন।’
দণ্ডপ্রাপ্ত চাঁদ মিয়া উল্লাপাড়ার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে। হত্যার শিকার তার স্ত্রী তাহমিনা একই এলাকার হানেফ মোল্লার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মনোয়ার হোসেন বলেন, ‘বিচারের শুরু থেকেই চাঁদ মিয়া পলাতক রয়েছেন। তাকে পলাতক দেখিয়েই আদালত আজ দুপুরে এই রায় দেন।’
মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে স্ত্রী তাহমিনাকে আঘাত করে মারাত্মক জখম করেন চাঁদ মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাহমিনাকে প্রথমে উল্লাপাড়া কমিউনিটি হাসপাতালে নিয়ে যান।’
এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮ আগস্ট তিনি মারা যান।’
পরবর্তীতে তাহমিনার বাবা হানেফ মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত বিচারে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় প্রদান করেন।’
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.