পশ্চিমবঙ্গে ৪১ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার অভিযোগে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে ৪১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে রাজ্যের মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগের বাড়ি রাজশাহী জেলায় এবং তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে চারজনকে মঙ্গলবার পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

এছাড়া বাকিদের জেল হেফাজত চেয়ে লালবাগ আদালতে তোলা হয়েছে। জেলা পুলিশের শীর্ষ এক কর্তা বলেছেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশি নাগরিক ধরা পড়েননি।

এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই মঙ্গলবার এক সাংবাদিক সম্মেললে বলেন, সোমবার রাতে গোপন সূত্রে আমরা খবর পাই বেশ কিছু বাংলাদেশি নাগরিক গোপনে রানিতলা থানার নশিপুর-সাহেবনগর এলাকা দিয়ে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন।

এরপর পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দক্ষিণ ভারতের বিভিন্ন নির্মাণস্থলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ওই বাংলাদেশিদের কাছে বৈধ কোনও পরিচয় পত্র পাওয়া যায়নি।

তারা ভারতের এবং বাংলাদেশের কিছু দালালের সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করতে চলে গিয়েছিলেন।

বাংলাদেশিরা গত দুই বছর ধরে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগোলা থানা এলাকার কানাপাড়া ও চর লবনগোলা, রানিনগর থানার কাতলামারি, লালগোলা থানার বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে কয়েকবার যাতায়াত করেছেন।

তারা মুর্শিদাবাদের ভগবানগোলার দুজন ও মুর্শিদাবাদ থানার এক দালালের সহায়তায় ভারতে এসে বিভিন্ন রাজ্যে কাজ করতেন। এ জন্য তারা জাল নথি তৈরি করেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

প্রলয় ডেস্ক

Recent Posts

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

2 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

4 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

4 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

4 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

5 hours ago

সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক

ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…

5 hours ago

This website uses cookies.