Categories: সারাদেশ

মুক্তাগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা

গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা হলরুমে দিনের শুরুতে নবাগত জেলা প্রশাসক, ময়মনসিংহ এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ইউআরসি’র ইন্সট্রাক্টর এ কে এম মহিউদ্দীন সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মুফিদুল আলম। মতবিনিময় সভায় প্রসাশনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় রাজনৈতিক মামলা প্রত্যাহার, চাঁদাবাজির তালিকা প্রণয়ন, সুদ-ঘুষ-দুর্নীতি আধিপত্য বিস্তারসহ মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। শতশত বছর ধরে নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে আসছে এই ঐতিহ্যবাহী উপজেলায় বলে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, আয়মন নদীর খননসহ মুক্তাগাছার শান্তি ও সম্প্রীতি রক্ষায় উপজেলা প্রশাসনের ভূমিকা অতিব জরুরি।

শিল্প-সাহিত্য-সংস্কৃতির চারণভূমি কৃষি নির্ভর মুক্তাগাছার নদী-নালা, খাল-বিল পুনরুদ্ধার ও সংস্কারে বক্তারা জোর দাবি জানান। উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর সাবেক সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু কাশিমপুর বীজ উৎপাদন খামারের ক্রমবর্ধমান দুর্নীতি বনজ সম্পদ আত্মসাৎ, ওয়াকওয়ে ও বনায়নের মাধ্যমে জীব বৈচিত্রের অভয়ারণ্য ও কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ঐতিহাসিক আয়মন পুনরুদ্ধার সময়ের দাবি বলে মন্তব্য করেন। তিনি বলেন, ঐতিহাসিক নিদর্শনের লীলাভূমি মুক্তাগাছা জমিদার বাড়িসহ সাব রেজিস্ট্রার ভবন সংস্কারে দলিল দস্তাবেজ রক্ষা ও সংরক্ষণ অবিলম্বে করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম স্থানীয় উপজেলা প্রশাসনসহ আয়োজনে অংশগ্রহণকারী সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্ভাবনাময় মুক্তগাছার সার্বিক উন্নয়নে ময়মনসিংহ জেলা প্রশাসন সদা তৎপর। তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে দোষারোপ নয়, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। প্রশাসন আপনাদের সার্বিক উন্নয়নে পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মুক্তাগাছার সার্বিক উন্নয়ন ও অসংঙ্গতি নিরসনে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হবে। এজন্য আপনাদের সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করছি।

প্রলয় ডেস্ক

Recent Posts

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…

1 hour ago

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

3 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

6 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

6 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

6 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

6 hours ago

This website uses cookies.